মা তারার পাশেই স্থান পাবেন রামকৃষ্ণের ভবতারিণী

রবিবার শেষ হয়েছে ‘করুণাময়ী রানিরাসমণি’। পরে রয়েছে অনেক অনেক স্মৃতি, আবেগ, ভালবাসা। আর সেই সঙ্গে মা ভবতারিণীর মূর্তিও। কি হবে মায়ের মূর্তির? দর্শক সহ ধারাবাহিকের…

ramakrishnas-bhavatarini-take-place-at-indropuri-studio

রবিবার শেষ হয়েছে ‘করুণাময়ী রানিরাসমণি’। পরে রয়েছে অনেক অনেক স্মৃতি, আবেগ, ভালবাসা। আর সেই সঙ্গে মা ভবতারিণীর মূর্তিও। কি হবে মায়ের মূর্তির? দর্শক সহ ধারাবাহিকের কুশি-লব সবার মনেই এই প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা জানিয়েছেন, ই টিভিতে ১০ বছর চলেছিল সেই ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’। শুরুটা আমার হাত দিয়ে। সেখানেও এ ভাবেই তারা মায়ের পূজোয় ডুবে যেতাম। সেই বিগ্রহ স্থান পেয়েছে ইন্দ্রপুরী স্টুডিয়োয়। নিত্যপুজো হয় তাঁর। শুনলাম, এবার তাঁরই পাশে নাকি স্থান পাবেন ভবতারিণীও। ঠাকুরের অশেষ কৃপা, তিনিও এ বার থেকে নিত্যপুজা পাবেন!’

ধারাবাহিকের শেষ পর্ব শ্যুট হয়েছে ১০ ফেব্রুয়ারি। শ্যুটের পরে কেক কেটে মিষ্টিমুখ সবার। চোখের জল বাঁধ মানেনি কারওরই! সঙ্গীত পরিচালক উপালী চট্টোপাধ্যায় ফেসবুকে ছবি দিয়ে উল্টে দেখেছেন স্মৃতির পাতা। তাঁর দাবি, এই কাজ আজীবন তাঁর প্রথম সারির কাজগুলির অন্যতম হয়ে থাকবে।

বিষন্নসুরে শ্রীরামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা জানান, ‘’মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সে সব কিছুই হল না আর।’ শেষবারের মতো শ্যুটিংফ্লোরে এসে দিতিপ্রিয়া বলেন, ‘চার বছরের সংসার ফেলে যেতে খুব মনখারাপ হয়েছিল। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনে তার থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম।