সবার সামনেই খুল্লামখুল্লা চুমু! নতুন বছরে রাজ-শুভশ্রীর কান্ড দেখুন

Raj Chakraborty publicly kissed Subhashree Ganguly on New Year

নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছে গোটা বিশ্ব। গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। নেটদুনিয়ায় নিজেদের ছবি পোস্ট করে অনেকই তারকাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আর ঠিক তেমনি স্বামী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ঠোঁটে ঠোঁট রেখে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)।

তার আগেই সোস্যাল মিডিয়ায় রেড হট লুকে ধরা দিয়েছেন টলি ডিভা শুভশ্রী। পরনে টুকটুকে লাল পোশাক। পায়ে পরেছেন সাদা স্নিকার্স। এদিন পরিচালক রাজের পরনে কালো জ্যাকেট, প্যান্ট এবং পায়ে ব্যুট জুতো। মধ্যরাতে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে নেটমাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী।
অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লিখেছেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে।’ রাজ-শুভশ্রীর ছবির ব্যকগ্রাউন্ডে আগ্নিশিখায় দিয়ে লেখা ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৩’।

   

প্রায়ই সোস্যাল মিডিয়ায় জুটিতে হাজির হন রাজ-শুভশ্রী।তাঁদের ভালোবাসার মুহুর্ত নজর কাড়ে নেটিজেনদের। যে কোনও অনুষ্ঠানে পারিবারের সঙ্গে বা ঘরোয়া ভাবেই কাটাতে দেখা যায় তাদেরকে। তাদের আদুরে সন্তান ইউভান কিন্তু টলি পাড়ার অন্যতম জনপ্রিয় স্টার কিড। প্রায়শই ছেলের দুষ্টু-মিষ্টি ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমের শেয়ার করেন রাজ-শুভশ্রী।

ইতিমধ্যেই জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন শুভশ্রী। চেনা ছকের বাইরে তাঁকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ‘আবার প্রলয়’ নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন রাজ, সেই ছবি প্রযোজনায় রয়েছেন শুভশ্রী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন