Raima Sen: জামার নিচে আর কিছুই পড়েননি! হট লুকে ধরা দিলেন রাইমা সেন!

কথায় আছে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সৌন্দর্য কমে। তবে এখানে উল্টো। ৪৩ বছর বয়সেও যেন ২৫ বছরের যুবতী তিনি! ভাবছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন আমাদের প্রিয় টলিউড অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। 

Raima Sen Turns Up the Heat with Her Sensational Look

কথায় আছে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সৌন্দর্য কমে। তবে এখানে উল্টো। ৪৩ বছর বয়সেও যেন ২৫ বছরের যুবতী তিনি! ভাবছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন আমাদের প্রিয় টলিউড অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)।  অভিনয় যেমন রক্তে রয়েছে তাঁর তেমনি শরীরের গ্ল্যামারও রক্তে বহিছে। সুচিত্রা সেন থেকে মুনমুন সেন সবাই ছিলেন গ্ল্যামারাস মহিলা। তাদের বংশধর হয়ে রাইমা গ্লেমারাস হবেন এটাই তো স্বাভাবিক। তবে শুধু গ্ল্যামারাস হলেই চলে না, তাকে ধরে রাখার ক্ষমতাও প্রয়োজন। সেই ক্ষমতায় এখনো তার যৌবনকে যেন দুহাতে আগলে রেখেছেন তিনি।

Advertisements

সম্প্রতি গোলাপি রঙের শর্ট পোশাকে আবারও ভক্তদের সামনে চলে এলেন নায়িকা রাইমা সেন। এমন অসাধারণ ছবি দেখে রীতি মতন বিহ্বল হয়ে গেছেন অনেকেই। তাঁর রূপের ছটা যেন চারিদিক ছড়িয়ে পড়েছে। ছবিতে অভিনেত্রী পরেছেন গোলাপি রঙের একটি সিল্কের পোশাক। মাটিতে শুয়ে পা দুটোকে তুলে দিয়েছেন দেওয়ালে। ছবিতে তার অনাবৃত দুটি যে পুরুষ হৃদয়কে আকৃষ্ট করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Saikia (@kaustavsaikia)

পায়ে পরেছেন নিউকাট আর কার্লি কালার করা চুল কিন্তু এই সুন্দর সাজ কে আরো বাড়িয়ে দিয়েছে। কানে পরেছেন একটি ইয়ার রিং, গলায় হার যা পোশাকের সঙ্গে বেশ মানানসই । কি বলেন? ছবিটি তার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলে আপলোডের সাথে সাথে পৌঁছে গেছে হাজার হাজার মানুষের কাছে। কমেন্টও আসছে অহরহ।

৪৩ বছর বয়সেও রাইমা সমানে টক্কর দিচ্ছেন ছোট ছোট নায়িকাদের সাথে। তার সৌন্দর্যের আরো একটি কারণ তার ত্বক। জানা গিয়েছে, নিয়মিত ত্বকের যত্ন নেন রাইমা। আপনি কি এখনো পর্যন্ত এই সুন্দর ছবিটি দেখেননি? তাহলে এখনি গিয়ে দেখে নিন রাইমা সেনের চমৎকার ছবিটি।