Raha Kapoor: হুবহু রাজ কাপুরের মতো দেখতে। নিটোল গাল, নীল চোখ..; প্রথমবারের মতো মিডিয়ায় সামনে এল রণবীর-আলিয়া কন্যা রাহা কাপুর। গত এক বছর ধরে রাহার এক ঝলক পেতে মরিয়া উঠেছিলেন ফ্যানেরা। এবার অবশেষে 2023 সালের বড়দিনে প্রথমবারের মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর ও আলিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের ছবি।
রাহার মধ্যে বিশেষ আকর্ষণ হল তাঁর দুই নীল চোখ। হুবহু দ্য গ্রেট শোম্যান এবং রাহার দাদা রাজ কাপুরের মতো। গালদুটো অবশ্য কিছুটা দাদু ঋষি কাপুরের আদলে। রয়েছে বাবা রণবীরের মতো কিউটনেস। সঙ্গে মা আলিয়া ভাটেরও কিছুটা আদল রয়েছে ছোট্ট আলিয়ার মধ্যে। সবমিলিয়ে রাহার সৌন্দর্য্য রীতিমত ঝলসে দিয়েছে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে। এদিন রণবীরের কোলে উঠেছিল রাহা। সাদা পোশাক পরীর মতো সুন্দর লাগছিল রাহা।
View this post on Instagram
লোকমুখে শুধু একটাই কথা, কাপুর খানদানের অগ্রদূত রাহা। ভবিষ্যতে টেক্কা দিতে পারেন ঐশ্বর্যকেও। কিন্তু তৈমুরদের কী হবে। এতদিন পতৌদি বংশের প্রদীপ হওয়ায় সইফ আলী খান ও করিনার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে সোশ্যাল মিডিয়া ছিল সরগরম। তাঁদের প্রতিটা এক্টিভিটি হয়ে যেতে ক্যামেরাবন্দি। এবার রাহা সামনে এসে যাওয়ায়, আর কি আগের মতো লাইমলাইট পাবে তৈমুররা। কমেন্ট বক্সে ফ্যানেদের আদুরে মন্তব্যের পাশাপাশি উঠছে রনলিয়া ফ্যানেদের প্রশ্ন।
View this post on Instagram
তবে, একাংশ দাবি করেছেন যে শিশু মানেই কিউট। সে যেই হোক না কেন। রাহা এত সুন্দর বলে যে তৈমুর জেহরা আর মিডিয়ার এটেনশন বা লাইমলাইট পাবে না। তা একেবারেই নয়। আগেও যেমন ছিল। এখনও তেমন থাকবে।