Purba Bardhaman: বাজে কেক খাওয়ানোর জেরে পড়ুয়ারা অসুস্থ, তৃণমূল পঞ্চায়েত অফিসে হামলা

প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৫ জনকে পড়ুয়াকে। এলাকাবাসীর বিক্ষোভে উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউসগ্রাম। লাঠিচার্জ উত্তপ্ত জনতাকে…

প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৫ জনকে পড়ুয়াকে। এলাকাবাসীর বিক্ষোভে উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউসগ্রাম। লাঠিচার্জ উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। অসুস্থ পড়ুয়াদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নির্দেশে আউশগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তরফে প্লাস্টিক বর্জন কর্মসূচি ছিল। পরে পড়ুয়াদের কেক ও জুস দেওয়া হয়। সেটা খেয়েই বহু পড়ুয়া অসুস্থ হয়।অভিভাবকদের তরফে অভিযোগ, পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক বিদ্যালয়ের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

উত্তেজিত এলাকাবাসী পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালান। পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের উপরেও হামলা হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।

জেলা প্রশাসনের তরফে কেক ও জুসের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেখান থেকে কেক ও জুস কেনা হয়েছে, সেখানকার সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, আমরা পড়াশুনা করার জন্য বাচ্ছাদের স্কুলে পাঠিয়েছি। ব়্যালি করার জন্য পাঠাইনি।