ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচে ঝড় তুললেন ‘দেশি গার্ল’,ভিডিও ভাইরাল

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বর্তমানে পেশাদার জীবনের শীর্ষে রয়েছেন। বলিউডের দেশি গার্ল এখন হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। একের পর এক বড়…

priyanka-chopra-nick-jonas-perform-brother-siddharth-chopra-wedding-function

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বর্তমানে পেশাদার জীবনের শীর্ষে রয়েছেন। বলিউডের দেশি গার্ল এখন হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। একের পর এক বড় প্রজেক্টে দেখা যাচ্ছে তাকে। কিন্তু সম্প্রতি তিনি ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। ভাই সিদ্ধার্থের (Siddharth Chopra) বিয়েতে প্রিয়াঙ্কার বিভিন্ন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

সম্প্রতি সঙ্গীত অনুষ্ঠানে তার ভাই, হবু বৌমা, এবং স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে মজা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা নীল পোশাক পরিহিত অবস্থায় খুব সুন্দর লাগছিলেন। তার পোশাকের সঙ্গে মিলিয়ে নিক জোনাসও একই রঙের পোশাক পরেছিলেন। সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন প্রিয়াঙ্কাকে তার স্বামী নিক জোনাসের সঙ্গে বলিউডের জনপ্রিয় গানগুলিতে নাচতে দেখা যায়। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিকের পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by The Expresso Magazine (@expressomagazine)

ভাইরাল হওয়া ভিডিওতে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) এবং নিককে (Nick Jonas) বেশ খোলামেলা এবং রোমান্টিকভাবে নাচতে দেখা গেছে। নিক তার গানে দর্শকদের মুগ্ধ করতে কোনও কসরত ছাড়েননি। পুরো মঞ্চজুড়ে তিনি রকস্টার মুডে ছিলেন। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা তার জনপ্রিয় ছবির গানে পারফর্ম করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য তার ‘৭ খুন মাফ’ ছবির ‘ডার্লিং’ গানটি, শহীদ কাপুরের ‘দিল মাঙ্গে মোর’ ছবির টাইটেল ট্র্যাক, ‘কামিনে’ ছবির ‘ধন তে নান’ গানটি এবং ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবির ‘বলে বলে’ গানটি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Patty Cardona (@jerryxmimi)

বিয়ের অনুষ্ঠানটির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং ভক্তরা সেগুলি পছন্দও করছেন। এর আগে হলদি অনুষ্ঠানের ভিডিওও ভাইরাল হয়েছিল। ভিডিওতে প্রিয়াঙ্কাকে তার ভাই সিদ্ধার্থ এবং নিকের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। ঐতিহ্যবাহী লুকে প্রিয়াঙ্কা তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই ভিডিওতে উপস্থিত ছিলেন। শাহরুখ খানের ‘ছাইয়া ছাইয়া’ গানটির তালে প্রিয়াঙ্কা নাচতে থাকেন, যা দেখে তার ভক্তরা আরও মুগ্ধ হয়ে ওঠেন।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) পরবর্তীতে বলিউডের ছবি ‘জি লে জারা’ দেখা যাবে। ছবিতে তিনি ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও, হালনাগাদ হিসেবে প্রিয়াঙ্কার নাম যুক্ত হয়েছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল 2’-এ। সেখানেও তার ভিন্ন অবতারে দর্শকরা তাকে দেখতে পাবেন।