Pratyusha paul: অশ্লীল প্রস্তাব আসায় ইন্ডাস্ট্রি ছাড়চ্ছেন অভিনেত্রী প্রত্যুষা

কঠোর পরিশ্রমের পরেও মিলছে না প্রাপ্য সম্মান। তার ওপর অশ্লীল প্রস্তাব ( Pratyusha paul ) । মানসিক ভাবে ভেঙে পরেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। যেকারনে ইন্ডাস্ট্রি…

Pratyusha paul

কঠোর পরিশ্রমের পরেও মিলছে না প্রাপ্য সম্মান। তার ওপর অশ্লীল প্রস্তাব ( Pratyusha paul ) । মানসিক ভাবে ভেঙে পরেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। যেকারনে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে গোটা গল্পটাই হচ্ছে সিনেপর্দায়। বড় পর্দায় যাত্রা শুরু অভিনেত্রী প্রত্যুষা পালের। রিনো দত্ত পরিচালিত এই ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’।

Advertisements

 উত্তম কুমারের প্রিয় পদ, সঙ্গে কাজুরী গুহের রেসিপি

   

ছবিতে প্রত্যুষার চরিত্রে নাম রাই, পেশায় সে একজন ক্রাইম রিপোর্টার। (Pratyusha paul ) সে তার কাজের প্রতি খুবই সৎ। কিন্তু রাই দেখেন যে তার কঠোর পরিশ্রম সত্ত্বেও কখনই প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেননা।যে পুরস্কার রাইয়ের পাওয়ার কথা ছিল,তার বদলে মাঝে মাঝে তার সিনিয়র মি.পাকড়াশি বা কখনো তার অন্য সহকর্মীরা পেয়ে থাকেন। রাই ধীরে ধীরে সে খুব বিষণ্ণ হয়ে পড়েন। একদিন মি পাকরাশি তাকে অশ্লীল ব্যবসার প্রস্তাব দেয় এবং তা শুনেই রাই চাকরি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন। অপর দিকে ম্যাগাজিনের মালিক রাহুলকে ভালবাসে রাই।কিন্তু রাহুল এই বিষয়ে কিছুই জানেন না।কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিনোদন বিভাগে স্থানান্তর করে।ক্রাইম রিপোর্টিং ছেড়ে রাই কি পারবে তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে?রাহুল কিভাবে জানতে পারবে রাইয়ের মনের কথা?এমনই একটি বিষয় নিয়ে আসতে চলেছে লাভ ইউ জিন্দেগী।

দিল্লির চাকরি ছেড়ে কলকাতায় এসেছিলাম, ওজন ছিল ৭২ কেজি: তৃণা সাহা 

এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল এবং উদয় প্রতাপ সিং। দু’জনেই টেলি পর্দার জনপ্রিয় মুখ। এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, অমিত সাহা, দেবপ্রসাদ পাল, রাজু মজুমদার, সহ অন্যান্যরা।