Payel Sarkar: চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী পায়েল!

লাল বেনারসির সঙ্গে সোনার গয়না,মাথায় টোপর,গলায় ফুলের মালা ঠিক এমন ভাবেই বিয়ের কনের বেশে দেখা গেল অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar)।এমন ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল…

Payel Sarkar

লাল বেনারসির সঙ্গে সোনার গয়না,মাথায় টোপর,গলায় ফুলের মালা ঠিক এমন ভাবেই বিয়ের কনের বেশে দেখা গেল অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar)।এমন ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়।তবে কি বিয়েটা করেই ফেললেন পায়েল!

যদিও এই ছবি পায়েলের বিয়ের নয়,তাঁর আপকামিং ছবির পোস্টার। বর্শালি চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘কুলপি’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন পায়েল।সেই পোস্টারেই বিয়ের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে।তবে পোস্টারে শুধু পায়েল নয়,নায়িকার কোলে টোপোর পর বসে থাকতে দেখা গেল তাঁর বরকেও।উচ্চতা ছোট হলেও মানুষের মনবল বা স্বপ্ন আকাশ ছোঁয়া হতে পারে।কথায় বলে বামন হয়ে নাকি চাঁদের দিকে হাত বাড়াতে নেই।কিন্তু তাঁর শরীরের উচ্চতা কম বলে কি স্বপ্ন দেখারও অধিকার নেই!বামনদের কি ‘প্রেমে পড়া বারণ’?সকলের মনে এই প্রশ্ন নিয়ে বড়পর্দায় আসছে কুলপি।

Payel Sarkar

Advertisements

কুলপি এমনই এক বামনের গল্প।ছবির বিষয়বস্তু সিরিয়াস হলেও তা কমেডির মোড়কে ছবিতে তুলে ধরা হয়েছে।সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং।এই ছবিতে একজন হিরোইনের চরিত্রে অভিনয় করছেন পায়েল এবং ‘কুলপি’র চরিত্রে দেখা যাবে নবাগত প্রত্যয় ঘোষকে।পায়েল-প্রত্যয় ছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু,সাবিত্রী চট্টোপাধ্যায়,চুমকী চৌধুরী সহ অন্যান্যরা।ছবিতে কুলপির বাবার ভূমিকায় রয়েছেন রজতাভ।বাবা ও ছেলের সম্পর্কের সমীকরণও রয়েছে ছবিতে।বি ডি ফিল্ম প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে খুব শীঘ্রই ।