Payel Sarkar: রথে এলেন জগন্নাথ আর ঘোড়ার গাড়িতে অভিনেত্রী পায়েল

Payel Sarkar

কাল রথে চড়ে মাসি বাড়িতে এসেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর রথযাত্রা দেখতে ঘোড়ার চড়ে এলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। বেলঘাটা সরকার বাজাকে বকুলতলা একদা সঙ্গ-এবছর বিশাল এক রথযাত্রার অয়োজন করেছেন। আর এখানে রথের মেলা উপভোগ করতে এসেছিলেন নায়িকা পায়েল। শাড়ি-গয়নায় এক্কেবারে সাবেকি সাজে দেখা গিয়েছে তাঁকে।

Advertisements

Payel Sarkar

এদিন তিনি বলেন, ‘এখানে এসে ভীষন ভাল লাগছে। আমি যেখানে থাকি সেখানে রথযাত্রায় এতটা ধুমধাম হয় না।’ একই সঙ্গে একটু নস্ট্যালজিক হয়ে তিনি বলেন, ‘ ছোটবেলায় প্রতিটি উৎসব মানেই আমার কাছে নতুন জামা। রথের সময় নতুন জামা পরে রথ টানতাম। সেসব দিন আর কখনও আসবে না।

Advertisements