HomeEntertainmentশুক্রে রিলিজ 'পাটালিগঞ্জের পুতুলখেলা' নায়ক 'খিলাড়ি কুমারে' সতীর্থ

শুক্রে রিলিজ ‘পাটালিগঞ্জের পুতুলখেলা’ নায়ক ‘খিলাড়ি কুমারে’ সতীর্থ

- Advertisement -

পুতুলখেলা এবার বড়পর্দায়। শুক্রবার মুক্তি পেতে চলেছে শুভঙ্কর চট্টোপাধ্যাযয়ের বাংলা ছবি ‘পাটালী গঞ্জের পুতুল খেলা’ (Patali Ganjer Putul Khela) । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সোহম মজুমদার (Soham Majumdar) ও দিতিপ্রিয়া রয় (Ditipriya Roy) । এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধবেন তারা। ছবির ট্রেলারে সোহম ও দিতিপ্রিয়ার চরিত্রগুলির মধ্যে একটি সুন্দর রোমান্স তুলে ধরা হয়েছে। পুতুল খেলার বিষয়টিকে মজার আঙ্গিকে এখানে দেখানো হয়েছে । শুধু পুতুল খেলা নয়, যারা পুতুল খেলা দেখান তাদের সামাজিক অবস্থাও এই ছবিতে তুলে ধরা হয়েছে।

ছবিতে ‘বাইয়া যাও মাঝি’ গানে অনুপমের লোকজ সুর দর্শককে নিয়ে যাবে গ্রামবাংলায়। শুধুতাই নয় গানের কথা এবং ভিডিও একই সঙ্গে অনন্য । গানটির ভিজ্যুয়ালে দেখা যায় প্রেমিকা রাই (দিতিপ্রিয়া) এবং গোপাল (সোহম) প্রথমে লাজুক,ভীত এবং দ্বিধাগ্রস্ত থাকলেও পরে তারা আবেগপ্লুত হয়ে একসঙ্গে আসে। বিশ্বাসের উপর ভিত্তি করে একটি গভীর বন্ধন গড়ে তোলে। অন্যদিকে আরেক দম্পতির মধ্যে প্রেমের সম্পর্ক (তনিমা সেন এবং পরান বন্দ্যোপাধ্যায় দ্বারা চিত্রিত) গানটির মাধ্যমে উদযাপন করা হয়।

   

বলিউডের পাশাপাশি টলিউডেও নিজের জায়াগা পাকা করছেন সোহম। এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া সম্পর্কে সোহম বলেন “দিতিপ্রিয়া ভীষণ দক্ষ, নিষ্ঠাশীল অভিনেত্রী । খুব ভালো লেগেছে ওঁর সঙ্গে কাজ করে । এখানে ওঁর চরিত্রের নাম রাই । আমার স্ত্রী’র ভূমিকায় । আমার বাবার চরিত্রে পরাণদা । নাম শৈবাল মুখার্জি । সে চায় বাড়ির একটা পাকা ছাদ হোক । বাড়িতে পাকা ছাদ দিতে অনেক টাকা লাগবে । সেটা একজন পুতুল নাচিয়ে কীভাবে জোগাড় করবে ?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Soham Majumdar (@soham_majumdar_)

এই ছাদ করার জন্য আমরা সবাই কী কী করি আর কীভাবে দিতিপ্রিয়াও এই কাজে শামিল হয় সেটাও দেখার। ট্রেলারে আমাকে এরকম কিছু বলতে শোনা গিয়েছে যে,এতদিন নিজে পুতুল নাচ দেখিয়েছি আর এখন অন্যের হাতে নাচব কীভাবে ? আসলে আমরা সকলেই কারও না কারও হাতের পুতুল হয়ে নাচি । কেউ অফিসে, কেউ ঘরে।” দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করা নিয়ে সোহম বেশ উচ্ছ্বসিত ।

‘পাটালী গঞ্জের পুতুল খেলা’ (Patali Ganjer Putul Khela) সোহম ও দিতিপ্রিয়া ছাড়াও কাজ করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, মানসী সিনহা, তনিমা সেন সহ আরও অনেকে। ইতিমধ্যেই ছবির প্রমোশনে অভিনেতা ও তার টিম গেছে নানা জায়গায়। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল সেইসব মুহূর্ত। ১০ জানুয়ারি ছবি রিলিজের পর দর্শকের উন্মাদনা কেমন থাকে সেটাই এখন দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular