HomeEntertainmentHiya Dey: সুইমিং পুলের তাপমাত্রা বাড়াল পটল কুমার

Hiya Dey: সুইমিং পুলের তাপমাত্রা বাড়াল পটল কুমার

- Advertisement -

আর সেই ছোট্ট মেয়েটি নেই সে। অনেকটাই বড় হয়ে গিয়েছে পটল কুমার। ছোট্ট হিয়ার (Hiya Dey) বড় হওয়ার কথাই বলছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম। সম্প্রতি সুইমিং পুলের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাতেই তাপমাত্রা বেড়েছে নেটদুনিয়ায়। নানা মুনির নানান কথায় ভরছে কমেন্ট বক্স। হিয়া সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিমুহূর্তে ট্রোলিংয়ের শিকার হতে থাকেন নেটিজেনদের একাংশের কাছে। তবে সেইসমস্ত বিষয়টি বিশেষ পাত্তা দিতে রাজি নন তিনি। কারণ ইতিমধ্যেই সেই বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন হিয়া। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার এই একই ঘটনা ঘটেছে।

রুক্মিণীর সঙ্গে পরিবার নিয়ে মলদ্বীপে দেব, পেছনে কি কোনও কারণ আছে?

   

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে হিয়া ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। সম্প্রতি একটি ইংরেজি গানের সাথে আবারো রিল ভিডিও বানালেন হিয়া। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল একটি কালো রঙের ট্রাউজার ও লাল রঙের টি-শার্ট। এমনকি ভিডিওটিতে লাল এফেক্ট দিয়েছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘পাপি পাপি’। নেটদুনিয়ায় তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়, তা বলাই বাহুল্য। তার শেয়ার করা যেকোন ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় নিমেষে।

শাড়িতেই আবেদনময়ী বাণী কাপুর আগুন জ্বালছে সোশ্যাল মিডিয়ায়

তবে কমেন্ট নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘তিনি লোকের কথায় খুব একটা কিছু মনে করেন না। কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও তিনি বানান কেবলমাত্র সময় কাটানোর জন্য, তাই এটিকে খুব বেশি গুরুত্ব দিতে পছন্দ করেননা অভিনেত্রী।’

পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী

বর্তমানে ফেলনা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সাম্প্রতিককালে পটলকুমার অর্থাৎ হিয়া দের অভিনীত “নির্ভয়া” নামক একটি সিনেমা মুক্তি পেয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular