পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের “মিউজিক ফর পিস” কনসার্ট

রিদিম এক্সপ্রেস গ্লোবাল আর্ট প্রেসেন্টর এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট এর এবারের নিবেদন “মিউজিক ফর পিস” পরিকল্পনায় জিমা পুরস্কৃত পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। সম্প্রতি পন্ডিত প্রদ্যুৎ…

pandit-pradyut-mukherjee

রিদিম এক্সপ্রেস গ্লোবাল আর্ট প্রেসেন্টর এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট এর এবারের নিবেদন “মিউজিক ফর পিস” পরিকল্পনায় জিমা পুরস্কৃত পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। সম্প্রতি পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখা গেল এই কনসার্ট।এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল করোনার ফলে এই সঙ্কটের সময় থেকে বেরিয়ে আসতে সঙ্গীতকে অবলম্বন করা মানুষদের পাশে এসে দাঁড়ানো।বিভিন্ন বাদ্যযন্ত্রীরা, সঙ্গীত শিল্পীরা করোনার আবহে দীর্ঘদিন ঘরে থেকেছেন, ঘরবন্দি থেকেই কাজ করেছেন। এই অনুষ্ঠান মূলত মুক্তির কথা বলে, শান্তির কথা বলে।

সম্প্রতি গ্রীন তবলা করে চমক জাগিয়েছিলেন পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে।অব্যবহৃত, খারাপ হয়ে যাওয়া তবলাতে বৃক্ষরোপণ করে এক অভিনব বার্তা দিয়েছিলেন সবাইকে।মিউজিক্যাল ইন্সট্রুমেন্টে বৃক্ষরোপণ যেন ঠিক সুরের মধ্যে দিয়ে প্রাণের পরশ পাওয়ার এক উদ্যোগ। পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়
পেয়েছেন জিমা এর মতো আন্তর্জাতিক সঙ্গীত পুরস্কার।এই সঙ্গীত সন্ধ্যায় পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের নিবেদনে ছিল জিমা পুরস্কৃত অ্যালবাম “রিদিম এক্সপ্রেস-মুডস” এর থেকে “উইদিন ইউ” কম্পোজিশনটি।এছাড়া ছিল মিউজিক ফর পিস, বলিউড আনপ্লাগড,তবলায় রেল গাড়ির চলার শব্দ তৈরি করা পরে সারে জাহান সে আচ্ছা ইত্যাদি কম্পোজিশন গুলো।এর আগে পিস কনসার্টে পারফর্ম করেছেন পন্ডিত বিশ্বমোহন ভাট, সলিল ভাট, শ্রাবণী সেন,সাহেব চট্টোপাধ্যায় প্রমুখ।পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বললেন,” করোনার জন্য প্রায় দুবছর মঞ্চে কোনো রিদম এক্সপ্রেস-এর অনুষ্ঠান করে উঠতে পারিনি।তাই বড়দিনের মতো শুভ দিনে বিশ্ব সঙ্গীতে বিশ্ব শান্তির বার্তা নিয়ে ছিল আমাদের এই অনুষ্ঠান।প্রভু যীশু যিনি মানবতার কথা, শান্তির কথা বলে গেছেন।তাঁকেই স্মরণে রেখে মিউজিক ফর পিস এই দিনেই অনুষ্ঠিত হয়ে গেল।”