Don 3: এবার একসঙ্গে দেখা যেতে পারে অমিতাভ-শাহরুখকে

21
Don 3

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ফারহান আখতারের পরিচলনায় এবার আসতে চলেছে নতুন ডন (Don 3)। এমনকি এও শোনা গিয়েছে যে এর চিত্রনাট্য নাকি পুরোপুরি তৈরি। তবে এবার শোনা যাচ্ছে যে দুই প্রজন্মের ডন অর্থাৎ অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেতা শাহরুখ খানকে দেখতে পাওয়া যাবে “ডন থ্রি” তে একসাথে। এছাড়া আরো জানা যাচ্ছে যে এই ছবিতে নতুন ডনের ভূমিকায় থাকবে অভিনেতা রণবীর সিং।

সূত্র মারফত খবর পাওয়া গেছে যে “ডন থ্রি” তে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে একসাথে অভিনয় করতে দেখা যাবে।শাহরুখের পরে রণবীর সিংকেই ‘ডনে’র দায়িত্ব দিতে চলেছেন ফারহান।

প্রসঙ্গত শাহরুখ এখন তার অনেকগুলি ছবি নিয়ে ব্যস্ত যথা ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাঙ্কি’। এবং রণবীর সিংও শেষ করেছেন তার একটি নতুন ছবি‘রানি রকি কি প্রেম কাহিনি’র শুটিং। এর মধ্যেই শোনা যাচ্ছে যে পরিচালক ফারহান নাকি শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং রণবীর সিং এর সাথে এই ছবির বিষয়ে কথাবার্তা বলে নিয়েছেন। তবে এখনো জানা যায়নি যে এই ছবির কাজ কবে থেকে শুরু হতে চলেছে।