রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন দ্য কাশ্মীর ফাইলসের পল্লবী যোশী

মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু তারকা। মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের একটি ছবি সামনে এসেছে যেখানে সেরা পার্শ্ব অভিনেত্রী বিজয়ী পল্লবী যোশীর সঙ্গে,…

মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু তারকা। মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের একটি ছবি সামনে এসেছে যেখানে সেরা পার্শ্ব অভিনেত্রী বিজয়ী পল্লবী যোশীর সঙ্গে, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক ওয়াহিদা রেহমানের একই ফ্রেম ভাগ করতে দেখা গিয়েছে।

এই বিশেষ দিনে পল্লবী যোশী বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলে তার কাজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। যেই ছবিটি মুক্তির আগে থেকে চর্চায় ছিল এবং মুক্তির পর দেশ জুড়ে ঝড় তুলেছিল।

দ্য কাশ্মীর ফাইলস হল 2022 সালের ভারতীয় হিন্দি ভাষার ড্রামা ফিল্ম। যা বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালনা করেছেন। চলচ্চিত্রটি একটি কাল্পনিক কাহিনী উপস্থাপন করে যাকে কেন্দ্র করে 1990 সালে ভারত-শাসিত কাশ্মীর থেকে কাশ্মীরি হিন্দুদের নির্বাসন। এর দিকে পরিচালিত ঘটনাগুলিকে একটি গণহত্যা হিসাবে তুলে ধরে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা পায় ছবিটির অভিনেত্রী পল্লবী যোশী। যা নিয়ে বর্তমানে উন্মাদনা তুঙ্গে। ছবিতে কাশ্মীরি পুরোহিতদের নির্মম হত্যা নজরে এসেছে। যা শিহরিত করেছিল গোটা দেশ তথা বিশ্ববাসীকে।