গানের মঞ্চ থেকে ছাদনাতলায়

ইন্ডিয়ান আইডল ১২ এর মঞ্চের জনপ্রিয় দুই প্রতিযোগী অরুণিতা ও পবনদীপ। ভাল গায়ক-গায়িকার পাশাপাশি তাঁর নামের সঙ্গে যুক্ত হয় এক লাভস্টোরির। পবন বা অরুণিতা কেউই…

paandeep-arunita

short-samachar

ইন্ডিয়ান আইডল ১২ এর মঞ্চের জনপ্রিয় দুই প্রতিযোগী অরুণিতা ও পবনদীপ। ভাল গায়ক-গায়িকার পাশাপাশি তাঁর নামের সঙ্গে যুক্ত হয় এক লাভস্টোরির। পবন বা অরুণিতা কেউই নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, ইন্ডিয়ান আইডলের বেশিরভাগ ফ্যানই তাঁদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই মেনে নিয়েছেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চেই চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই স্টেজ সাক্ষী ছিল পবন-অরুণিতার ‘প্রেমকাহিনি’র। পবনদীপের নাম ঘোষণার পর তিনি জড়িয়ে ধরেন অরুণিতাকে। প্রথম ও দ্বিতীয় হওয়ার এই আনন্দের মাঝেও যেন পূর্ণতা পেয়েছিল তাঁদের বিশেষ ‘বন্ধুত্ব’-এর সম্পর্ক। যা এখনও একই রকম রয়েছে।

   

উত্তরাখণ্ডের চম্পাওয়াতে পবনদীপের বোনের বিয়েতে একেবারে আত্মীয়ের মতোই হাজির অরুণিতা কাঞ্জিলাল। সোশ্যাল মিডিয়ায় ‘অরুদীপ’-এর ফ্যানপেজে এই ছবি ও ভিডিওগুলি শেয়ার করেছে পরিবার, বন্ধু-অনুরাগীরা। যা নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সব ছবি ও ভিডিও। যেমন গায়ে হলুদের ফটোতে দু’জনকেই দেখা গিয়েছে হলুদ পোশাকে। একসঙ্গে অতিথিদের সঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। কনের পাশে পাশেই অরুণিতাকে দেখা গিয়েছে বেশিরভাগ সময়। সঙ্গে বিয়ের নানা আচার অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন বাঙালি কন্যে। শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গানও গেয়েছেন পবন ও অরুণিতা।