Sunday, December 7, 2025
HomeEntertainmentMadhumita Sarkar: পড়ন্ত রোদে সমুদ্রের ধারে মধুমিতা, ফের ভাইরাল নায়িকায় ভিডিও

Madhumita Sarkar: পড়ন্ত রোদে সমুদ্রের ধারে মধুমিতা, ফের ভাইরাল নায়িকায় ভিডিও

- Advertisement -

কালো ফ্লোরাল পোশাক, খোলা চুল পড়ন্ত রোদে সমুদ্রের পারে দাঁড়িয়ে মধুমিতা। বেসামাল হাওয়ায় উড়ছে তাঁর চুল। আগোছাল চুল সরিয়ে নিচ্ছেন নিজের হাতে। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভ্রমণের টুকরো ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। সূর্যাস্তের নরম আলোয় তরতাজা দেখাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবির প্রশংসা করেছেন অনুরাগীরা।

বিয়ের পর বদলে গেল ছেলের পদবী! নতুন যুগের গল্প বলবে এই ছবি

   

কিছুদিন আগে শেষ হয়েছে ‘কুলের আচার’ সিনেমার শ্যুটিং। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। নায়িকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে । ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে ‘কুলের আচার’।

Madhumita

 ‘রাজদা’ থেকে ‘রাধিকা’ জার্নিটা বিশাল: স্বস্তিকা

আধুনিক যুগে পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই মহিলারা। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রতিদিন চাকরি করেন। শুধু বাইরের কাজই নয়,সন্তান মানুষ থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ তারা দক্ষতার সঙ্গে সামলান। অথচ দুঃখের বিষয় হল সমাজে রীতি অনুযায়ী বিয়ের পর আনুষ্ঠানিক ভাবে আজও মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব স্বামী নিয়ে থাকেন।

 ‘রোজ রাতে পাতে চাই বিশেষ এই পদ’ শ্যামল মিত্রের প্রিয় খাবার সঙ্গে স্ত্রী’র হাতের রেসিপি 

<

p style=”text-align: justify;”>নিয়ম অনুযায়ী, মেয়েটির পদবীও বদলে যায়। আজকের আধুনিক সমাজ গলা ছেড়ে চিৎকার করে যতই বলুক না কেন যে নারী পুরুষ সমান সমান,তবু কার্যক্ষেত্রে তা দেখা যায়না। সমাজে এখনও মহিলাmaদের বিয়ের পর পাল্টে ফেলতে হয় তাদের পদবী। কিন্তু একবার ভাবুন তো,বিয়ের পর যদি হঠাৎ বদলে যেতো ছেলেটির পদবী,তাহলে কেমন হত? ঠিক এমনটাই ঘটেছে প্রীতম ওরফে বিক্রম অভিনীত চরিত্রটির জীবনে। বিয়ের পর তাঁর পদবী বদলে যায়। প্রীতম গুলিয়ে ফেলে তাঁর পদবী রায় না সেন?এমনই একটি অভিনব বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের নতুন ছবি ‘কুলের আচার’।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular