Phonebhoot: ভয় ও হাস্যকৌতুকে ভরা সিনেমা কতটা মন কাড়তে পারবে আমজনতার

‘ফোনভূত’ নামটি শুনেই কেমন একটু অদ্ভুত লাগছে, তাই না? টলিউড জগতে নানান সিনেমা রিলিজের পাশাপাশি বলিউডেও বেশ কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে আসন্ন মাসে। চলতি…

phonebhut

‘ফোনভূত’ নামটি শুনেই কেমন একটু অদ্ভুত লাগছে, তাই না? টলিউড জগতে নানান সিনেমা রিলিজের পাশাপাশি বলিউডেও বেশ কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে আসন্ন মাসে। চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখে ‘ফোনভূত’ (Phonebhoot) নামক একটি সিনেমা প্রকাশ পেতে চলেছে বড়পর্দায়।

 এই সিনেমাটি মূলত হাস্য ভৌতিক সিনেমা। এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খাট্টার, জ্যাকি শ্রফ ও আরও অনেককে। হাস্যকৌতুক ও ভয় পরিপূর্ণ এই সিনেমাটি দর্শকদের বেশ মনোরঞ্জনজিত করবে বলে আশা করছে প্রযোজক দল এবং পরিচালক গুরুমিত সিং।

এই সিনেমার ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে যে, মূল ভুতের চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, এই ভূত অযাচিতভাবে দুটি ছেলের জীবনে প্রবেশ করে নানা ঝামেলা বাঁধায় এবং পরবর্তীকালে সেই বুঝছি ঐ দুটি ছেলে অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খাট্টারের সাথে ফোন ভুত নামে একটি ব্যবসা শুরু করে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মুক্তি তিন অভিনেতা অভিনেত্রী মিলে সাধারণ লোকের ফোনে ডাকে গিয়ে লোককে ভয় দেখায়।

 সিনেমাটি সমস্ত কিছু খুঁটিনাটি মিলিয়ে হাস্যকৌতুকের পরিপূর্ণতা বজায় রেখে মানুষের মনে আনন্দ প্রদান করবে বলে মনে করা যায়। সিনেমাটি ট্রেলারে লাইক পেরিয়েছে দু লক্ষ নব্বই হাজারের বেশি। এই সিনেমা নিয়ে প্রযোজকগণ আশাবাদী থাকলেও মনের মধ্যে একটা আশঙ্কা থেকেই যায় যে, যে হারে বলিউড জগতে সিনেমা বয়কটের রেষ বেড়ে চলেছে তাতে এই সিনেমাটি আবার কোনো না কোন কারনে বয়কট করে বসে আমজনতা।