Mika Singh : বসছে মিকা সিংয়ের স্বয়ম্বর, পাত্রীর তালিকায় রাখি সাওয়ান্ত!

রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের পর এবার টেলিভিশনের পর্দায় বসতে চলেছে মিকা সিংয়ের (Mika Singh) সয়ম্বর। বিয়ের মরশুমে জীবনসঙ্গী বেছে নেওয়ার…

Mika Singh

রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের পর এবার টেলিভিশনের পর্দায় বসতে চলেছে মিকা সিংয়ের (Mika Singh) সয়ম্বর। বিয়ের মরশুমে জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গায়ক। টিভি শোয়ের মাধ্যমেই তিনি বেছে নেবেন জীবন সঙ্গী। জোরকদমে চলছে তারই প্রস্তুতি।

Advertisements

আগামী কয়েক মাসের মধ্যেই টেলিভিশনে দেখা যাবে মিকার স্বয়ম্বর। যার বিশেষ চমক নাকি রাখি সাওয়ান্ত। বলিপাড়ার গুঞ্জন, মিকার এই স্বয়ম্বরে নাকি অংশ নিতে পারেন রাখি সাওয়ান্ত। একটা সময়ে মিকা সিংএর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রাখি। রাখি সাওয়ান্তকে এক প্রকার জোর করেই চুম্বন করেছিলেন মিকা। সেই বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে তরজাও চলে বেশ কিছুদিন। তাই মিকার স্বয়ম্বরের পাত্রীর তালিকায় রাখির নাম নিয়ে জলঘোলা চলছেল৷

   

পাঞ্জাবি হলেও মিকা সিং এর জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তাঁর আসল নাম অমৃক সিং। বর্ষীয়ান গায়ক দালের মেহেন্দির ভাই তিনি। মিকার বাবা আজমের সিংও একজন গায়ক ছিলেন।

দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় মিকা। তার গান ‘জুম্মে কি রাত হ্যায়’, ‘গন্দি বাত’, ‘সিং ইজ কিং’, ‘আপকা কেয়া হোগা’, ‘আজ কি পার্টি’, ‘সাওয়ান মে লাগ লই আগ’, ‘টেল মি কিন্তু’ সুপার হিট। এখন দেখার গায়কের মনে কে জায়গা করে নিতে পারেন। এবার সেটাই দেখার।