বাংলা বিনোদন জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম অপরাজিত আঢ্য (Aparajita Adhya)। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সকলকে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে ঘরে ঘরে জি বাংলার সঞ্চাকিকার ভূমিকায়। তবে শুধু ছোট পর্দা নয়, পাশপাশি বড়ো পর্দাতেও তাঁর অভিনয় দক্ষতা দেখে হতবাক সকলে।
ছোট পর্দার পাশাপাশি একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন, তার মধ্যে অন্যতম হলো বেলাশুরু। তাই অভিনেত্রীর দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে শুধু তরুণ প্রজন্মের সাথে নয় পাশাপাশি বর্ষীয়ান একাধিক অভিনেতা অভিনেত্রীদের সাথে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। তাই সকলেরই পছন্দের মানুষ এই অভিনেত্রী।
তবে অভিনয়ের পাশপাশি মানুষের সাথে কথা বলতেও খুব ভালোবাসেন অভিনেত্রী, যা তাঁকে মাটির মানুষ করে রেখেছে উচ্চতার শিখরে থাকা সত্ত্বেও। তিনি সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন, যা তাঁকে অন্য অভিনেত্রীদের থেকে বরাবরই আলাদা করে তোলে। অন্যদিকে এই সমস্ত কিছু বাদ দিলে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ একই ভাবে জনপ্রিয়। তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। তাঁর বিভিন্ন পোস্ট মুহূর্তের মধ্যে মানুষের কাছে ছড়িয়ে পড়ে।
View this post on Instagram
সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী মাথায় লাল তিলক কেটেছেন। সেই সাথে কানে রয়েছে লাল রক্ত জবা এবং গলায় ফুলের মালা। আর তার সাথে রয়েছে অভিনেত্রীর মিষ্টি হাসি, যা সহজেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
#ApurajitaAdhya #BengaliActress #NewLook #RedTilak #FlowerGarland #Style