HomeEntertainmentStar Jalsha: ছোটোদের গল্পনুসারে আসতে চলেছে আরো এক নতুন সিরিয়াল 

Star Jalsha: ছোটোদের গল্পনুসারে আসতে চলেছে আরো এক নতুন সিরিয়াল 

- Advertisement -

স্টার জলসায় (Star Jalsha) শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক আর সেই জায়গায় আসছে নিত্যনতুন ধারাবাহিক। গত মাসেই শুরু হয়েছে এক্কাদোক্কা, নবাব নন্দিনী, মাধবীলতা এই সব ধারাবাহিক গুলো। এখনো একটি নতুন ধারাবাহিকের প্রমো চলছে চ্যানেলে, যেটির নাম হল ‘হরগৌরী পাইস হোটেল’।

এই ধারাবাহিকটি এখনো পর্যন্ত কোন সময় হবে বা কবে থেকে শুরু হবে তা কিছুই প্রকাশ করা হয়নি চ্যানেল এর পক্ষ থেকে। এরই মধ্যে একটি নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ করা হলো চ্যানেলে। নতুন ধারাবাহিকটি ছোটদের গল্প ‘বিক্রম বেতাল’ থেকে অনুপ্রাণিত। ধারাবাহিকটি শুরু হচ্ছে ৫ই সেপ্টেম্বর বিকেল পাঁচটার স্লটে। এখনো পর্যন্ত এই স্লটে চলত খেলাঘর।

   

সেটি এবার শেষ হতে চলেছে। এই নতুন ধারাবাহিকে অভিনয় করছেন বহু পরিচিত মুখ। তার মধ্যে রাজা বিক্রমাদিত্যের চরিত্রে অভিনয় করছে জয় মুখোপাধ্যায় এবং বেতালের চরিত্রে অভিনয় করছে শুভাশিস মুখোপাধ্যায়। ছোটরা এই সিরিয়াল দেখতে খুবই আগ্রহী হবে। এছাড়া অনেকেই আছেন যারা বিক্রম বেতালের গল্প বইতে পড়েছেন সেটি এবার টিভির পর্দায় দেখা যাবে।

চ্যানেলে তরফ থেকে যে প্রোমোটি প্রকাশ করা হয়েছে সেটাতে বেতাল-রূপী শুভাশীষকে বলতে শোনা যাচ্ছে প্রেতকে কেউ ঘাড়ের কাছে রাখে। মটাশ করে ঘাড় মটকে দিলেই তো হল! আর তার উত্তরে রাজা বিক্রম বলে ওঠে, ‘এই তোমাক বাম হাত যতক্ষণ আমার হাতের মুঠোয়, তুমি কিচ্ছু করতে পারবে না আমার।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular