Star jalsha: নানাবিধ প্রশ্নের মাঝে নতুন সময়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’

7

ইতিমধ্যেই নেট দুনিয়ার বিভিন্ন প্লাটফর্মে প্রায় জনপ্রিয় হয়ে উঠেছে স্টার জলসা(star jalsha) আসন্ন ধারাবাহিক, ‘পঞ্চমী’। এই পঞ্চমী ধারাবাহিকের প্রথম প্রমো দেখেই বাংলার বহু ধারাবাহিক প্রেমীরা যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছেন যে কবে থেকে এই ধারাবাহিকটি শুরু হবে এবং তা কোন সময় হবে।

https://www.instagram.com/p/ClX82mWowyz/?igshid=YzFkMDk4Zjk=

ইতিমধ্যে এও জানতে পারা গিয়েছে যে ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকে সন্ধ্যে সাড়ে আটটার সময় শুরু হবে এই সিরিয়াল। কিন্তু সিরিয়াল প্রেমীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন সন্ধ্যা সাড়ে আটটায় যদি এই নতুন ধারাবাহিক শুরু হয় তাহলে বেশ কিছুদিন হলে শুরু হয়েছে ‘মাধবীলতা’ ধারাবাহিক কী তাহলে শেষ হয়ে যাচ্ছে নাকি অন্য কোনো সময়ে দেখতে পাওয়া যাবে এই ধারাবাহিক।

কিন্তু, প্রাথমিকভাবে এই ধারাবাহিক টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রেখেছিল। কিছু কিছু সমালোচকরা আবার মনে করছেন, ‘মাধবীলতা’ ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় প্রবলভাবে ভাইরাল হওয়ায় কী এই ধারাবাহিকের টিআরপি নিম্নমুখী, তাই বদলে যাচ্ছে সিরিয়ালের স্লট? আবার কেউ কেউ মনে করছেন, নতুন যে ধারাবাহিকটি শুরু হতে চলেছে এই ধারাবাহিক কী নিজের স্থান বজায় রাখতে পারবে?

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)