বাংলায় আসছে নতুন ওটিটি প্লাটফর্ম, ফ্রাইডে, কী কী চমক থাকছে এখানে?

বাংলায় (Bengali) আসতে চলেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) ‘ফ্রাইডে’ (Fridaay)। ‘হইচই’ (Hoichoi), ‘আড্ডাটাইমস’ (Addatimes), ‘ক্লিক’ (Klikk) এর পর আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম পেল বাংলা।…

বাংলায় আসছে নতুন ওটিটি প্লাটফর্ম, ফ্রাইডে, কী কী চমক থাকছে এখানে?

বাংলায় (Bengali) আসতে চলেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) ‘ফ্রাইডে’ (Fridaay)। ‘হইচই’ (Hoichoi), ‘আড্ডাটাইমস’ (Addatimes), ‘ক্লিক’ (Klikk) এর পর আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম পেল বাংলা। এবার এই প্লাটফর্মে দেখা জেতে চলেছে এক গুচ্ছ নতুন কন্টেন্ট এবং সেই কাজগুলি পরিচালনা করেছেন নামী পরিচালকরা।

কী কী থাকতে চলেছে এই প্ল্যাটফর্মে (Fridaay)? থাকছে পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত দুটি কাজ ‘উনিশে এপ্রিল’ এবং ‘আমি নন্দিনী’। এছাড়াও থাকে সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee) ‘নাইট অফ ক্রাইম’। আবু হায়াত মামুদ পরিচালিত ‘ভালবাসা’ এবং দীপ মোদক পরিচালিত ‘নিক্রো’ ও কৌশিক করের ‘ফটাশ’।

এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এক বছরের কন্টেন্ট প্রিকলোনা করে রেখেছে ‘ফ্রাইডে’ নামক এই প্ল্যাটফর্ম। এতে আগামী কয়েক মাসে মুক্তি পেতে চলছে দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) পরিচালিত দুটি সিরিজ ‘পলিট্রিক্স’ এবং ‘গোর্কির মা’। এই প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে অভিরূপ ঘোষ (Abhirup Ghosh) পরিচালিত ‘ওঝা’, দীপাঞ্জন সুরঞ্জনা চন্দ এবং সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘মাতঙ্গী’। এছাড়া রঞ্জন ঘোষের পরিচালিত ‘রঙ বেরঙের কড়ি’, সৌভিক গুহ ও সাহিন আখতারের ‘ধর্মসংকট’ এবং সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘১৯৫৪’ সব কোটি ওয়েব সিরিজ দেখা যাবে এই প্ল্যাটফর্মে।

Advertisements

এই প্ল্যাটফর্মের অন্যতম চমক অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালিত ওয়েব সিরিজ ‘সাহেব বিবি জোকার’, ‘ইস্কাবনের বিবি’ এবং ‘শাহবাজ’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee) ‘কে কে অ্যান্ড অ্যাসোশিয়েট’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘রেনেসাঁ। এই প্ল্যাটফর্মে ‘সুপারি কিলার’ ফদিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছে শ্রীলেখা মিত্র।

এছাড়া থাকছে সংকেত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সৎপাত্র’, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মিসিং লিঙ্ক’ এবং ‘বি বি বক্সী’ অভ্রজিৎ সেনের ‘গুলাবি রাতে’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের , ‘বার্ড অফ প্যারাডাইজ’, উৎসব মুখোপাধ্যায়ের ‘নাইট অ্যাভিনিউ’, শমীক রায়চৌধুরীর পরিচালিত ‘টক্সিন’ এবং সুজিত পাইন পরিচালিত ‘মেঘ বাড়ি’ ও দেখা যাবে এই প্ল্যাটফর্মে (Fridaay)।