সম্প্রতি আরও এক বলিউড ছবি মুক্তি পেতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বর হৃত্বিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত ছবি “বিক্রম বেধা” (Vikram Vedha) মুক্তি পেতে চলেছে।
Advertisements
এই ছবিটি তৈরি হয়েছে একটি তামিল ছবির অনুকরণে। ২০১৭ সালে একটি ব্লকবাস্টার হিট তামিল ছবি হল “বিক্রম বেধা”। এই ছবিটিতে বিক্রমাদিত্যের চরিত্রে ছিলেন আর মাধবন, এবং বেতালের চরিত্রে ছিলেন বিজয় সেতুপতি।
তামিল ছবির অনুকরণে যে বলিউড ছবিটি তৈরি হচ্ছে তাতে বিক্রমাদিত্যের ভূমিকায় অভিনয় করছে সাইফ আলী খান এবং বেতালে চরিত্রে অভিনয় করছে ঋত্বিক রোশন।
Advertisements
গতকাল হিন্দি ছবিটির প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে তারপর থেকেই হৃত্বিক রোশন এবং সাইফ আলী খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখী নেটিজেনরা। পুষ্কর-গায়ত্রী পরিচালিত এই ছবিটির প্রথম অংশ দেখেই মুগ্ধ নেটিজেনদের একাংশ।