HomeEntertainmentশ্বেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুবেল, অভিনেত্রীর সম্পর্কে কী বললেন?

শ্বেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুবেল, অভিনেত্রীর সম্পর্কে কী বললেন?

- Advertisement -

টলিপাড়ার সুন্দরীদের মধ্যে প্রথম সারিতেই যিনি রয়েছেন তিনি হলেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharjee)। তাঁর অভিনয় সকলের কাছেই গ্রহণযোগ্য, নিজের সাবলীল অভিনয় দিয়ে নজর কেড়েছেন সকলের। সেই সাথে লক্ষ্মী প্রতিমার মতো মুখ দেখে মুগ্ধ সকলেই। সেই তালিকা থেকে অবশ্য বাদ পড়েননি টলি পাড়ার অন্যতম অভিনেতা রুবেল দাস (Rubel Das)।  হ্যাঁ, অভিনেত্রীর প্রেমে রীতিমতো হাবুডুবু যাচ্ছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির দৌলতে প্রথম একসাথে অভিনয়।

কিন্তু পর্দার প্রেম যে এই ভাবে বাস্তবে পরিণত হবে তা অবশ্য ভাবেননি নিজেরাও। আর ঠিক সেই কারণেই বর্তমানে টলি পাড়ার অন্যতম চর্চিত জুটিদের মধ্যে অন্যতম তাঁরা দুজনে। যমুনা ঢাকি ইতিমধ্যেই শেষ গিয়ে গিয়েছে তার বদলে এসেছে নতুন ধারাবাহিক, কিন্তু তাঁদের সম্পর্ক ঠিক একই ভাবে চলছে। বর্তমানে দুজনেই রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। সেই সাথে শ্বেতা অভিনয় করেছেন অভিনেতা দেবের সাথেও।

   

দুজনের কেরিয়ার নিয়ে খুশি তাঁরা। আর শ্বেতাকে ভালোবাসার পরে যে রবেল অনেকটাই বদলে গিয়েছেন সম্প্রতি নিজের মুখেই বললেন সে কথা। এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আমার জীবন এতো গোছানো ছিল না। বড়ো অগোছালো ছিলাম। তবে শ্বেতাকে পেয়ে আমার জীবন বদলে গিয়েছে, আগের থেকে অনেকটাই শৃঙ্খল হয়েছে আমার জীবন”। সেই সাথে অভিনেতা আরও বলেন, “ শ্বেতা অনেক কষ্ট করেছে প্রথম থেকে, ওর সব স্ট্রাগেলের গল্প শোনার পরে ওকে না ভালোবেসে থাকা যায় না”।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular