Neel-Trina: জামাইষষ্ঠীতে খাওয়া-দাওয়া হবে জমিয়ে। তবুও মন খারাপ নীলের! কেন জানেন?

ভালোবেসে নীল-তৃণার অনুরাগীরা, তাঁদের ‘তৃনীল’ বলে ডাকেন

Neel-Trina

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। রাজ্য সরকার জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এরই মাঝে টলউডের জনপ্রিয় জুটি নীল-তৃণা কী করছেন জামাইষষ্ঠীতে? তাদের এই বছর তাঁদের তৃতীয় জামাইষষ্ঠী। টলিপাড়ার এই তারকার প্ল্যান কী? ২০২১ সালে বিয়ে করেন নীল এবং তৃণা।

জানা গিয়েছে, জামাইষষ্ঠীর দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণার। আর সেই জন্যেই মন খারাপ নীলের। তবে জামাইষষ্ঠীর খাওয়া-দাওয়াতে কোনও ভাঁটা পড়বে না। দুপুরের খাওয়া-দাওয়া কষিয়েই হবে। কারণ তৃণা সেদিন রাতেই ঘুরতে চলে যাচ্ছেন বন্ধুদের সুঙ্গে।

   

স্ত্রীয়ের ট্যুরে কিন্তু থাকছেন না নীল। এক সংবাদমাধ্যমকে নীল জানান যে বউ তাঁকে ছাড়া ঘুরতে যাচ্ছে তাই একটু তাঁর মন খারাপ। এই শুনে মজা করে তৃণা বলেন যা নীল ‘সামনে’ থেকে দুঃখ্য করছে কিন্তু ভিতর ভিতর ‘মহানন্দে’ আছে। তৃণা সংবাদমাধ্যমকে মস্করা করে জানান, “বউ না থাকায় কদিন বেজায় স্বাধীনতা পাবেন যে!“

ভালোবেসে নীল-তৃণার অনুরাগীরা, তাঁদের ‘তৃনীল’ বলে ডাকেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন