Megha: ক্রপ টপে উষ্ণ মেজাজে পিলু

পিলুর জামানা এখন শেষ। পরনে নেই শাড়ি, নেই মাথার ফুল পরছেন একটি কালো ক্রপঢ়টপ। রিল জগতে আবার জেগে উঠলেন মেঘা(Megha)। হিন্দি গানে নাচতে মত্ত তিনি। 

Advertisements

সম্প্রতি জি বাংলা খ্যাত পিলু ধারাবাহিক এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই পিলুর শেষ সম্প্রচার হয়। বলাই বাহুল্য জি বাংলার এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা অর্জন করে কিছুদিনের মধ্যে।সেখানে পিলুকে দেখা যেত শাড়ি পরে, মাথায় ফুল লাগিয়ে একেবারে ঘরোয়া বেশে কিন্তু তিনি নিজের ব্যক্তিগত জীবনে একেবারেই অন্যরকম তার পরিচয় বহুদিন বাদে আবারও আসল রুপে তাকে দেখে দর্শক ভীষন খুশি।

   

https://www.instagram.com/reel/ClONFA1BOnL/?utm_source=ig_web_copy_link

Advertisements

শীতের মেজাজে উষ্ণতা ছড়াচ্ছে মেঘা। এই ভিডিও দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে অনেকে বলছেন সেই পিলু গেল কোথায় ?আবার অনেকেই এই রূপকে সহজ ভাবে মেনে নিয়েছে। তবে মোদ্দা কথা হল এই মুহূর্তেই মেঘার এই রিল শেয়ার হওয়ার পরেই এই নিয়ে বহু রকম মন্তব্য শুরু হয়ে গিয়েছে। পুরো বিষয়টিকে আলোচনার বস্তু হিসেবে প্রাধান্য পাচ্ছে ।