কলকাতা: গানের তালে তাকে করতে হবে হুক স্টেপ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বালা নাচো তো দেখি’ চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ নিয়েছেন মানালি ও অনিন্দিতা। শ্যুটিংয়ের ফাঁকে বন্ধু ইমনের নতুন গানে কোমর দোলালেন তাঁরা। তারপর তা পোস্ট করলেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। মানালি ভিডিওর ক্যাপশন দিয়েছেন লেখেন, ‘বন্ধুর গান। এবং আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম’। যা দেখতে হুরমুরিয়ে পরেছে নেটবাসী।
ভালবাসার মরশুম হাতছাড়া করতে কে চায়। গত ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর গলায় ও রোশনি ভট্টাচার্যের অভিনয়ে নতুন মিউজিক ভিডিও ‘বালা নাচো তো দেখি’। গানটি তৈরি হয়েছে বিয়েবাড়ির প্রেক্ষাপটে। বাঙালি বিয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ‘গায়ে হলুদ’। আর সেই অনুষ্ঠানের জন্য একটি অনবদ্য গান ‘বালা নাচো তো দেখি’! সারেগামা অরিজিনালসের উপস্থাপনায় মুক্তি পায় গানটি।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










