Bhawanipore: শুরুতেই জয়ের লক্ষ্যে এগোচ্ছেন মমতা

নিউজ ডেস্ক: ভবানীপুর উপনির্বাচন সহ আজ বাংলার মোট তিন বিধানসভা কেন্দ্রে ভোট গণনা। বাংলা সহ গোটা দেশের নজর ভবানীপুরে। এই কেন্দ্রেই দ্বিতীয়বার ‘পরীক্ষা’য় বসেছেন তৃণমূল কংগ্রেস…

mamata banerjee

নিউজ ডেস্ক: ভবানীপুর উপনির্বাচন সহ আজ বাংলার মোট তিন বিধানসভা কেন্দ্রে ভোট গণনা। বাংলা সহ গোটা দেশের নজর ভবানীপুরে। এই কেন্দ্রেই দ্বিতীয়বার ‘পরীক্ষা’য় বসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ২ হাজারেরও কম ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে, নিয়ম মতো ছ’মাসের মধ্যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাঁকে। আজ ভবানীপুরে জিতলেই আবার রাজ্যের প্রধানের কুর্সিতে বহাল হবেন তিনি।

আরও পড়ুন Mamata Banerjee: ভবানীপুরে টার্গেট ১ লাখ মার্জিন, মমতা শিবিরে চিন্তার মেঘ

মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লাখ ভোটের মার্জিনে জেতানোর টার্গেট রেখেছে রাজ্যের শাসকদল। যদিও সেভাবে ভোট না পড়ায় এত মার্জিন না হলেও শেষ হাসি দিদিমণিই হাসবেন বলে আত্মবিশ্বাসী জোড়াফুল শিবির। ভবানীপুর আসনে ২১ রাউন্ড গণনা হবে। কমিশন সূত্রের খবর, প্রথমে চলছে পোস্টার ব্যালটের কাউন্টিং৷ তাতেই অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মুহূর্তে প্রায় ২,৮০০ ভোটের ব্যবধানে এগিয়ে মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

আরও পড়ুন Time Magazine-এর বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় মোদী-মমতা

ভবানীপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সেফ সিট বলে চিহ্নিত। এই কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিআইএমের শ্রীজীব বিশ্বাস। একুশের ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই এবার লড়ছেন মমতা। স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি হেরে গিয়েও পদে আছেন দল জিতে যাওয়ায়। ফলে আজ স্বভাবতই তাঁর প্রেস্টিজ ফাইট।

আরও পড়ুন ভবানীপুরের গুঞ্জন: মমতার বিরুদ্ধে লড়লেও দ্রুত TMC দরজায় প্রিয়াঙ্কা

একইসঙ্গে ভবানীপুরের বেশ কিছু ওয়ার্ডে অবাঙালি ভোটারের সংখ্যা বেশী। চলতি বিধানসভা ভোটেও ওই ওয়ার্ডে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। সেদিকের ফলাফলের দিকেও নজর থাকবে প্রত্যেকের। অন্যদিকে সমশেরগঞ্জে প্রায় ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরেরও তৃণমূল প্রার্থী জাকির হোসেন এগিয়ে ১৭১৭ ভোটে।