Maldives Vs Lakshadweep: মলদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপ! রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। গুগল সার্চে সবচেয়ে টপ ট্রেন্ডিংয়ে রয়েছে এখন এই টপিক। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করায় গর্জে উঠেছে দেশবাসী। থেমে থাকেনি বিনোদন জগৎ। সলমন খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার এমনকি শচীন টেন্ডুলকারও ছাড়েনি লাক্ষাদ্বীপ এর তুলোধনা করতে। আর সেই খাতায় এবার নাম লেখালেন টলিউডের অন্যতম জনপ্রিয় নেত্রী সন্দীপ্তা সেন। সম্প্রতি তাঁর ভাইরাল পোস্টে রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে ২০১৮ সালের লাক্ষাদ্বীপ ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেছেন। সমুদ্রের ধারে পোজ দিয়ে তুলেছেন একাধিক ছবি। নীল জল, সাদা বালিতে এখানকার প্রকৃতিক সৌন্দর্য সত্যিই গুণে গুণে গোল দেবে মলদ্বীপকে। নজরকাড়া এই লুকে তাঁকেও বেশ অপরূপ লাগছিল। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি ২০১৮ সালে লাক্ষাদ্বীপে ভ্রমণ করেছি। তারপর থেকে আমি ভেবেছি কেন মালদ্বীপ এবং অন্যদের তুলনায় লাক্ষাদ্বীপ এত জনপ্রিয় গন্তব্য নয়। এখন ইন্টারনেটে যা কিছু চলছে, আশা করি সবাই লক্ষ্য করতে শুরু করবে যে আমাদের দ্বীপগুলি কত সুন্দর এবং ভারত সত্যিই কত সুন্দর!’
View this post on Instagram
এদিকে বেশ কিছুদিন আগে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার নির্জন সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিভোর মোদী সকলকে লাক্ষাদ্বীপে আসার আহ্বানও জানান। বলেছিলেন বিদেশের সৈকতে যাওয়ার আগে যেন ভারতীয়রা নিজের দেশের এই অপরূপ জায়গা ঘুরে দেখেন। ব্যাস, আর তাতেই কটাক্ষ করেছিলেন মলদ্বীপের একাধিক নেতা-মন্ত্রী। আর তাতেই রেগে আগুন ভারতীয়রা। এমনকি মোদীকে নোংরা আক্রমণের জন্য তিন প্রতিমন্ত্রীকে ইতিমধ্যে বরখাস্ত করে দিয়েছে মলদ্বীপ সরকার। যাঁরা মোদীকে নোংরা আক্রমণ করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে দু’বার ভাববে না বলেও জানিয়ে দিয়েছে সেই দেশের সরকার।