Malaika Arora: ভয়ঙ্কর অ্যাকসিডেন্ট, গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি মালাইকা

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ( Malaika Arora )। শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা ( Malaika…

malaika arora

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ( Malaika Arora )। শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা ( Malaika Arora )। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে গুরুত্বর আহত হন মালাইকা। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কাছের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। যদিও জানা গিয়েছে, তাঁর আঘাত খুব বেশি নয়।

Advertisements

Abir Chatterjee Interview: ‘আমার ব্যক্তিগত জীবনে ব্যোমকেশ বক্সীর একটা ছাপ রয়েছে’

বিজ্ঞাপন

<

p style=”text-align: justify;”>খপোলি পুলিশ স্টেশনের অ্যাসিসটেন্ট পুলিশ ইনস্পেক্টর হরেশ কালসেকর জানিয়েছেন যে, ৩৮ কিমি পয়েন্টে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে।