Madan Mitra: মদন মিত্রের বায়োপিকে নায়িকা হতে মহিলাদের তীব্র আকাঙ্খা

তিনি বং ক্রাশ। তিনি নিত্যনতুন অবতারে ধরা দিলেই হিল্লোল ওঠে হাজার হাজার কন্যার মনে। স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাকে বলেন, ‘রঙিন ছেলে’। তিনি এমএম অর্থাৎ…

তিনি বং ক্রাশ। তিনি নিত্যনতুন অবতারে ধরা দিলেই হিল্লোল ওঠে হাজার হাজার কন্যার মনে। স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাকে বলেন, ‘রঙিন ছেলে’। তিনি এমএম অর্থাৎ মদন মিত্র। ইন্সটাগ্রামে তো মদনবাবুর (Madan Mitra) হেঁটে আসার রিল ভর্তি! তবে তাঁর স্ত্রী জানিয়ে দিয়েছেন, ঘুড়ির লাটাই তাঁর হাতেই। এহেন মদন মিত্রের বায়োপিকে অভিনয় করতে নাকি প্রতিদিন নাকি ছবি জমা দিচ্ছেন অন্তত এক থেকে দেড় হাজার মহিলা। এবার এমনটাই জানালেন বায়োপিকের পরিচালক রাজর্ষি দে।

সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে মদনবাবু জানিয়েছেন, ইন্সটাগ্রামে তাঁর আটষট্টি শতাংশ ফলোয়ার আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মহিলারা। দিনে এক থেকে দেড় হাজার মহিলা সেলফি তুলতে চান তাঁর সাথে । ওহ! লাভলি।

এবার রাজর্ষি জানালেন, মদন মিত্রের বায়োপিকে কাজ করতে চেয়ে দিনে হাজার হাজার মহিলা তাঁকে ছবি পাঠাচ্ছেন। সেই সংখ্যা শুনলে চোখ কপালে উঠবেন আপনার। মদনবাবু নিজেই জানিয়েছেন, তাঁর জীবনের ওঠা-পড়া, রাজনৈতিক কর্মকান্ড সবই তুলে ধরা হবে তাঁর বায়োপিকে।

বায়োপিকে তাঁর স্ত্রীর চরিত্র থাকলেও, নায়িকা থাকবেন অনেক। শুধু এটাই বলার বাকি ছিল। এরপর থেকেই নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য ছবি জমা পড়তে শুরু করেছে।

এদের মধ্যে কেউ তাঁর পরিবারের ঘনিষ্ঠ কারো চরিত্রে অভিনয় করতে চাইছেন, কেউ আবার তাঁর রাজনৈতিক সহকর্মীর চরিত্রে অভিনয় করতে চাইছেন! কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার আশা রাখছেন! এমতাবস্থায় রাজর্ষির নিজের মেমরি ও কম্পিউটারের মেমরি দুটিই হ্যাং হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরী হয়েছে।

রাজর্ষি জানিয়েছেন, মদন মিত্রের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর তরফেও আউটডোর শুটিংয়ের জন্য ছাড় দেওয়া হয়েছে। এই কারণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে রাজর্ষি বলেছেন, খুব শীঘ্রই শুরু হতে চলেছে মদন মিত্রের বায়োপিকের শুটিং।