Covid 19: ভাঙল সব রেকর্ড, একদিনে দেশে করোনার গ্রাফ ৩ লক্ষ পার

চিন্তা বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পার করল বৃহস্পতিবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid…

চিন্তা বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পার করল বৃহস্পতিবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৪ হাজার ০৫১ জন। উল্লেখ্য, বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। সেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪১। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ।

করোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে সংক্রমিত হয়েছেন ৩২৬ জন।

এদিকে দেশের পাশাপাশি রাজ্যেও উর্ধ্বমুখী করোনার গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে রাজ্য। বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের।