Madan Mitra: আবারও মদনের গানে মজবে দর্শক

মদন মিত্র(Madan Mitra)। একটি রঙিন নাম, একটি রঙিন ব্যাক্তিত্ব। এক বর্ণময় মানব, এক রাজনীতিবিদ ,এবং সমাজসেবক । তবে এছাড়াও মদন মিত্রের ভক্তদের কাছে তার নতুন…

Madan Mitra: আবারও মদনের গানে মজবে দর্শক

মদন মিত্র(Madan Mitra)। একটি রঙিন নাম, একটি রঙিন ব্যাক্তিত্ব। এক বর্ণময় মানব, এক রাজনীতিবিদ ,এবং সমাজসেবক । তবে এছাড়াও মদন মিত্রের ভক্তদের কাছে তার নতুন এক পরিচয় তৈরি হয়েছে তা হল গায়ক মদন মিত্র।যার দরুন আবারো নিজের নতুন গান নিয়ে ফিরে আসছে মদন মিত্র।

এর আগেও তাকে গান রেকর্ড করতে দেখা গেছে যা ইতিমধ্যেই তার দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় । এবার নিজের নতুন গানের ঘোষণা করলেন মদন দা । তার নতুন গান আগামী বিশ্বকাপ, রাজনীতির সংমিশ্রণ। যদিও মদন মিত্রের গান এখনো অফিশিয়ালি রিলিজ করেনি তবে খুব শীঘ্রই সেই গান সকলের সামনে আসতে চলেছে। 

 এর আগে “জাগো মা “এবং “ওহ লাভলি” গান গাইতে দেখা গেছিল তাকে । সেই গান বেঁধেই তার সুপ্ত প্রতিভা বেড়িয়ে এসেছিল। মদন মিত্রের গানে মেতেছিল টিভির পর্দার কলাকুশলী থেকে সাধারণ মানুষ। 

Advertisements

এবার আবারো তাকে দেখা যাবে গান গাইতে।যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। এখন তার নতুন গান সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।