Anupam Roy: বেশ কিছুদিন ধরেই লাইমলাইট কেড়ে নিয়েছেন অনুপম রায় এবং তার প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। বন্ধু পরমব্রতের সঙ্গে প্রাক্তনের বিয়ে যেন কিছুতেই মেনে নিতে পারছেন না নেটপাড়ার বাসিন্দারা। অনুপমের মনের কথা জানার জন্য উৎসুক হয়ে রয়েছেন অনেকেই। এরই মধ্যে পিয়া পরম এবং অনুপমকে নিয়ে এত সমালোচনার মধ্যেই সামনে এল দারুণ খবর।
এবছর পূজোয় মুক্তিপ্রাপ্ত সিনেমা দশম অবতারের যে কয়েকটি গান মানুষের মন ছুঁয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হল বাউন্ডুলে ঘুড়ি। এই গানের রচয়িতা ছিলেন অনুপম রায় নিজেই। অনুপমের রচিত এই গান গেয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। তবে বড়দিনের বড় উপহার অনুপমের ভক্তদের জন্য। সম্প্রতি নিজের মুখেই স্বীকার করেছেন তিনি (Anupam Roy)।
অনুপম রায়, এক পোষ্টের মাধ্যমে জানিয়েছেন বড়দিনের এই গানের নতুন ভার্সন নিয়ে তিনি হাজির হবেন। যেখানে তিনি নিজের গান নিজের গলায় একেবারে নিজের মতো করেই ভক্তদের কাছে উপস্থাপনা করবেন। ঠিক যেন সানটা ক্লজ উপহার নিয়ে আসছে তার ভক্তদের কাছে (Anupam Roy)।
উল্লেখ্য, পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। প্রাক্তনের পুনঃবিবাহ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম গায়কের কাছে পৌঁছালেও তিনি এই বিষয়ে চুপ থাকতে চেয়েছেন। এড়িয়ে গিয়েছেন বারবার। বরাবরই অনুপম রায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কাটাছেঁড়া করতে পছন্দ করেন না। আপাতত তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত।