গত বছর নভেম্বর মাসে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) ও পরিচালক রাজ্ চক্রবর্তীর (Raj Chakraborty) কোলে জন্ম নেয় কন্যা সন্তান। ছেলে ইউভানেরসঙ্গে মিলিয়ে মেয়ের নাম ইয়ালিনী (Yaalini) রেখেছিলেন শুভশ্রী। উল্টো রথের দিন মেয়েকে নিয়ে বিমানে করে যাত্রা করলেন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। গন্তব্য ছিল পুরী।
তবে এই বিমানযাত্রা উল্লেখযোগ্য ছিল অন্য আরেক কারণে। এটি ছোট্ট ইয়ালিনীর (Yaalini) প্রথম বিমানযাত্রা। তাঁর সোশাল মিডিয়াতে মেয়ের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী (Subhashree Ganguly) তবে আগের বারের মতই ইয়ালিনীর মুখ প্রকাশে আনেননি শুভশ্রী। একটি ছবিতে মায়ের কোলে বিমানের জানলার বাইরে তাকিয়ে আছে ইয়ালিনী। অন্য একটি ছবিতে তাঁর হাত রাখা রয়েছেন জানলার কাঁচে। এছাড়াও গাছ ও ফুল আঁকা একটি নীল ফ্রক পরে পুরীর সমুদ্র সৈকতে দেখা গেছে ইয়ালিনীকে।
হঠাৎ কেন পুরী গিয়েছিলেন রাজ্ (Raj Chakraborty) ও শুভশ্রী (Subhashree Ganguly)? শুভশ্রীর পোস্টে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ছবি। একটি নামী সংবাদপত্র সূত্রে জানা যাচ্ছে সোমবার, উল্টো রথের দিন রাত গা নাগাদ পুরী মন্দিরে সপরিবারে পুজো দেন রাজ্ ও শুভশ্রী। পুরীর জগন্নাথ মন্দির দম্পতির প্রিয় স্থান গুলির মধ্যে একটি। সুযোগ পেলেই তাঁরা চলে যান সেখানে। প্রসঙ্গত, পুরীর সমুদ্র সৈকতের বালিয়াড়িতেই প্রথম হাঁটতে শিখেছিল ইউভান। মেয়ে জন্মাবার কয়েকমাসের মধ্যেই আশীর্বাদ নিতে জগন্নাথের দরবারে হাজির হলেন শুভশ্রী।
শোভন সোহিনীর বিয়েতে হাজির ছিলেন টালিগঞ্জের এই শিল্পীরা, দেখুন ছবিতে
রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন ছেলে ইউভানও। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্মিয়েছিল ইউভান (Yuvaan)। রাজ চক্রবর্তীর পোস্ট করা একটি ভিডিওতে ইউভানকে হাঁসি মুখে খেলা করতে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র সৈকতে। ইউভান পরে আছে একটি নীল মার্ভেলের টিশার্ট।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাজ্ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমার ট্রেলার ও প্রথম গান। বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে তৈরী এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায় ও শৌরসেনী মৈত্র। ১৫ই অগাস্ট মুক্তি পাচ্ছে এই ছবিটি।