Bhupindar Singh: সুধাকন্ঠ ভূপিন্দর সিং সুরলোকে

প্রয়াত কিংবদন্তি শিল্পী ভূপিন্দর সিং। মুম্বইতে তিনি প্রয়াত। (Bhupindar Singh) তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Advertisements সংবাদসংস্থা…

প্রয়াত কিংবদন্তি শিল্পী ভূপিন্দর সিং। মুম্বইতে তিনি প্রয়াত। (Bhupindar Singh) তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisements

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বর্ষীয়ান গায়কের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর স্ত্রী মিতালি সিং।

   

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি৷ সেইসঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও৷ গত ১০ দিন ধরে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল৷ চিকিৎসকদের কড়া নজরদারি ছিল শুরু থেকেই তবুও শেষ রক্ষা হল না৷

হাসপাতাল সূত্রে খবর, বিখ্যাত গজল সঙ্গীতশিল্পী কলোন ক্যান্সারের লক্ষন দেখা গিয়েছিল৷ গত ৫ দিন আগেই কোভিড আক্রান্ত হন৷ তাই চিকিৎসকদের পক্ষে তার শারীরিক পরিক্ষানিরিক্ষার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, কোমর্বিডিটির কারণেই মৃত্যু হয়েছে ভুপিন্দর সিংয়ের৷

সঙ্গীতের জগতে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলায় বাবার থেকে গিটার শেখা এবং সঙ্গীতে যাত্রাশুরু। তাঁর যাত্রা শুরু অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। এরপর মদন মোহনের সান্নিধ্যে আসেন তিনি৷ সেখান থেকেই মোড় বদলে যায়।

“এক আকেলা ইশ শাহের মেয়”, ” থোড়ি সি জামিন, থোড়া সা আশমান”, “হোকে মজবুর মুঝে উসনে বুলায়া হোগা” “নাম গুম জায়েগা” সহ একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন৷ তার অকালপ্রয়াণে শোকাহত সঙ্গীত জগত৷