বাড়ছে উদ্বেগ, এখনও অবধি আইসিইউতেই (ICU) রয়েছেন বলিউডের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। যদিও চিকিৎসায় খুব হালকা সাড়া দিচ্ছেন বলে জানালেন মুম্বইয়ের (Mumbai) ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রতীত সামদানি।
এদিকে শুক্রবার রাতে, কিংবদন্তি গায়িকার মুখপাত্র একটি বিবৃতি জারি করে সকলকে আবেদন করেছেন যে কোনও ভুয়ো খবরে যেন কান না দেয় কেউ। সেই বিবৃতি অনুযায়ী, ‘একটি আন্তরিক আবেদন। দয়া করে কোনও মিথ্যা খবরে হাওয়া দেবেন না, লতা দিদি আইসিইউতে আছেন। তাঁর চিকিৎসা চালাচ্ছেন ডাঃ প্রতীত সামদানি এবং তার ডাক্তারদের দল।’
উল্লেখ্য, চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তী গায়িকা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি সিনেমাতে প্লে-ব্যাক করেছেন। ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।