Susmita Sen: ‘পলাতক’ ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা সেন

lalit-modi_susmita_sen

আইপিএল কেলেঙ্কারিতে ফেঁঁসে যাওয়া লিত মোদীকে বিয়ে করলেন (Susmita Sen) সুস্মিতা সেন। ‘পলাতক’ ললিত হলেন কলকাতার জামাই।

Advertisements

সম্প্রতি ললিত মোদী টুইটে লিখেছেন  আইপিএল আমার নামটাও এখন নিষিদ্ধ করেছে। আমার নাম নেওয়া যাবে না। এটা ওরা ভয় থেকে করছে। কারণ তারা আইপিএলের জন্য কিছুই করেননি। তারা ছোট মনের। কিন্তু আমি যে আইপিএল করেছি সেই ইতিহাস বদলান যাবে না।

এদিন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন ললিত মোদী। সেখানে তিনি সুস্নিতাকে ‘বেটার হাফ’ বলেছেন।  ললিত মোদীর টুইট, মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরলাম। আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে নতুন শুরু, নতুন পরিবার। স্বপ্নের দেশে আছি।

Advertisements

সম্প্রতি সুস্মিতা সেন একটি সাক্ষাতকারে বলেন, পুরুষরা তাঁকে শুধু হতাশই করেছে। তাই একা থাকার সিদ্ধান্তের মধ্যে কোনও আফশোস নেই। এই মন্তব্যের পরপরই ললিত মোদীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত ও বিয়ের খবরে হই হই পড়ে গেছে।

আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কোন জাদু বলে সুস্মিতা সেনের হৃদয় জিতে নিলেন তা নিয়ে প্রবল চর্চা। তবে সুস্মিতা সেন এর আগে বলেছেন জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের সঙ্গে সময় কাটিয়েছি। তাদেরকে বিয়ের কথা ভাবিনি