Kriti Sanon: ‘ভেদিয়া’র গান মুক্তি পাওয়া মাত্রই কেড়ে নিয়েছে দর্শকদের মন 

বর্তমানে বিনোদন জগতের সব থেকে বড় খবর হল বলিউড জগতে আসন্ন নানা সিনেমার মধ্যে ‘ভেদিয়া’র একটি গান ‘ঠুমকেশ্বরী’ গানটি আজ মুক্তি পেয়েছে দর্শকদের কাছে। বলিউড…

Kriti Sanon: 'ভেদিয়া'র গান মুক্তি পাওয়া মাত্রই কেড়ে নিয়েছে দর্শকদের মন 

বর্তমানে বিনোদন জগতের সব থেকে বড় খবর হল বলিউড জগতে আসন্ন নানা সিনেমার মধ্যে ‘ভেদিয়া’র একটি গান ‘ঠুমকেশ্বরী’ গানটি আজ মুক্তি পেয়েছে দর্শকদের কাছে। বলিউড জগতে অমর কৌশিকের পরিচালনায় তৈরি এই সিনেমার ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে দর্শকদের কাছে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে বরুন ধওয়ান, কৃতি স্যানন (Kriti Sanon) ও আরও অনেকে। এই গানটি গেয়েছেন সচিন-জিগর, রশ্মিত কৌর ও আয়শ কিং। গানটি নেট দুনিয়ায় মুক্তি পাবার সাথে সাথেই ভিউ পেয়েছে ৪ লাখের উপরে এবং লাইক পেরিয়েছে ৮৩হাজারের উপরে। একটা দিন পেরোতে না পেরোতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।

https://www.instagram.com/reel/CkP5MvPAJPC/?igshid=MDJmNzVkMjY=

Advertisements
   

আগামী মাসের ২৫ তারিখে ‘ভেদিয়া’ পেক্ষাগৃহে আসতে চলেছে। হাস্য-কৌতুক ও ভয়ে পরিপূর্ণ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী প্রযোজকগণ। সবেমাত্র মুক্তিপ্রাপ্ত ‘ঠুমকেশ্বরী’ গানটি নিয়েও বেশ আশাবাদী এই গানের সঙ্গীতশিল্পীরা কেননা এর আগে কৃতি অভিনীত ‘মিমি’ সিনেমার একটি গান বহুল জনপ্রিয়তা লাভ করেছিল। সেই গান আজও দর্শকদের ঠোঁটস্থ।