গ্ল্যামার কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। তবে মা হওয়ার পর আরও অল্প সংখ্যক ছবিতে অভিনয় করছেন তিনি। ভক্তরা ছবিতে কোয়েলকে কম দেখতে পেলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সক্রিয় কোয়েল। মাঝে মধ্যেই ভক্তদের জন্য নতুন নতুন ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি।
রাও অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় নায়িকার নতুন ছবি দেখার জন্য। সদ্যই কোয়েল নিজের সোশ্যাল পেজে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন।অভিনেত্রীর সাহসী ছবি দেখে ইতিমধ্যেই ঘায়েল হয়েছেন নেটিজেনরা ।ছবিতে তাঁকে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। নতুন ফটোশ্যুটে কোয়েল ধরা দিয়েছেন খোলা চুলে ব্ল্যাক ড্রেসে। অভিনেত্রীর স্মোকি চোখের সঙ্গে ম্যাট লিপস্টিক ইতিমধ্যে নেশা ধরিয়েছে নেটজনতার একাংশের মনে। শাড়ি হোক বা প্যান্ট-স্যুট সব রকম পোশাকেই মানানসই কোয়েল। ফ্যাশনবোদ্ধারা রবারবই পছন্দ করেন কোয়েলের স্টাইল স্টেটমেন্টকে। অনেকে অভিনেত্রীকে অনুকরণের চেষ্টাও করেন।
সেই কারণেই কোয়েল ভক্তদের কাছে হয়ে উঠেছেন গ্ল্যামার কুইন। কোয়েল সবসময় ঝলমলে,তরতাজা এবং হাসিখুশি থাকতে পছন্দ করেন। তাঁকে দেখে একবারের জন্য বোঝার উপায় নেই,যে সে কবীর নামের এক সন্তানের মা ।রঞ্জিত কন্যা একদিকে যেমন কবীরের মা,অন্যদিকে অভিনেত্রী ও।তাই এখন দুটো দায়িত্বই সমান ভাবে পালন করতে ব্যস্ত কোয়েল মল্লিক।