ভিকি কৌশল (Vicky Kaushal) ব্যস্ত তার ছবির প্রচারে, অগত্যা, একাই ঘুরতে গেলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । সম্প্রতি, জার্মানি ঘুরতে গিয়েছেন অভিনেত্রী আর সেখানে থেকেই পোস্ট করেছেন ছবি। তবে একসঙ্গে যেতে না পেরেও, স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ভিকি।
বুধবার সকালে তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। পোস্টার ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল।” জার্মানির মিউনিকে রয়েছেন তিনি। ছবিতে খোলা চুলে লম্বা হাতের একটি স্ট্রাইপ ওয়ালা শার্ট পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। ছবির পটভূমিতে রয়েছে মেঘে ঢাকা নীল আকাশ, পাহাড় এবং প্রাকৃতিক শোভা। বোঝা যাচ্ছে জার্মানিতে ছুটি কাটাচ্ছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন অভিনেত্রী।
অন্যদিকে তাঁদের ছবি ‘ব্যাড নিউজ ‘ এর প্রচারে ব্যস্ত ভিকি। তবে ব্যস্ততার মাঝেও স্ত্রীকে পোস্টে হার্ট ইমোজি পোস্ট করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভিকি। ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ব্যাড নিউজ’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান ‘তওবা তওবা’ এবং ‘জানাম’। দুটি ঘানেই নজর কেড়েছে ভিকি এবং তৃপ্তির রসায়ন। রিলিজের এক সপ্তাহের মধ্যে ইউটিউবে ২৭ মিলিয়নেরও বেশি ভিউজ (27 million views) অর্জন করেছে ‘তওবা তওবা।
IFFM 2024: মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের জয়জয়কার, মনোনীত ‘জওয়ান’ এবং ‘ডানকি’!
আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ভিকি হাজির থাকলেও হাজির ছিলেন না ক্যাটরিনা। প্রসঙ্গত, ‘জানাম’ গানটি মুক্তি পেতেই শার্টলেস ভিকি, এবং নীল বিকিনিতে তৃপ্তি দিমরিকে দেখে উসকানিমূলক মন্তব্য করেন কয়েক নেটিজেনরা। গানটিতে ভিকির ভিকির সঙ্গে স্বল্পপোশাকে তৃপ্তিকে জলকেলি করতে দেখে, অনেকে জানতে চান এই গানের দৃশ্য নিয়ে কি প্রতিক্রিয়া হতে পারে ক্যাটরিনার । কয়েক মাসে গণমাধ্যমের প্রকাশে আসছেন না তিনি। সম্প্রতি উড়েছিল ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবও। তবে সেই গুজব উড়িয়ে দেন ভিকি।