“প্যারিস, জে’তেইম”, ফ্রান্সের রাজধানীতে পা দিয়েই এই মন্তব্য করলেন বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এই বছরটা কার্তিকের জন্য সত্যিই দুর্দান্ত ছিল। ভুল ভুলাইয়া ২ ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন।বর্তমানে শেহজাদা ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। হাতে কাজ থাকলেও ত বছর শেষে ছুটির ফাঁদে পা দিয়েছেন অভিনেতা। সোজা চলে গিয়েছেন ভালোবাসার শহর প্যারিসে।
কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, চর্চিত প্রেমিকা পশমিনা রোশনও অভিনেতার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। যদিও কার্তিক বা পশমিনা এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সোশাল মিডিয়ায় গুঞ্জন উঠছে নিউ ইয়ার ইভ একসঙ্গে কাটাতে চেয়েছিলেন পশমিনা এবং কার্তিক। নিভৃতে সময় কাটানোর জন্যই নাকি তিনি হৃত্বিক রোশনের বোনকে সঙ্গে নিয়ে ইউরোপীয় শহরে পাড়ি দিয়েছেন। আর সেখানেই পরস্পর আংটি বদল করবেন, এমনটাই শোনা যাচ্ছে।
অতীতে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছিল। কফি উইথ করণের সিজন সিক্সে সইফ কন্যা জানিয়েছিলেন, তাঁর কার্তিককে ভালো লাগে। এরপরেই দুই তারকাকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত। এমনকি কাপলের মত খুনসুটিও করতে দেখা গিয়েছিল তাঁদের। তবে পরে যদিও সম্পর্ক টেকেনি সারা ও কার্তিকের।
বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, কার্তিক আর পশমিনা নাকি নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াতও করেন। শ্যুটিংয়ের মাঝে সময় পেলেই নাকি পশমিনার সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটান বলিউডের চকলেট বয়। তবে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চান না কার্তিক-পশমিনা। জানা যাচ্ছে, দীপাবলিতেও জুহুর McLaren-এ নিভৃতে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন তারা। তবে কি এবার নতুন বছরে কার্তিক বাঁধা পড়বেন সাত পাকে?