HomeEntertainmentলতাজিকে শ্রদ্ধা জানতে দুষ্প্রাপ্য ছবি পোস্ট করিশ্মার

লতাজিকে শ্রদ্ধা জানতে দুষ্প্রাপ্য ছবি পোস্ট করিশ্মার

- Advertisement -

‘কাপুর ফ্যামিলি’ বলিউড একে-অপরের সঙ্গে জড়িয়ে। সেই কবে থেকে বলিউডের সঙ্গে এই পরিবারের সম্পর্ক। তাই সেখানে হাতড়ালে হীরে-জহরত মিলবে এটাই স্বাভাবিক। ঠিক যেমন গোল্ডেন পিরিয়ডের ছবি পোস্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন করিশ্মা। লতাজির স্মরণে ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন করিশ্মা।

যে ছবিতে এক ফ্রেমে দেখা যাচ্ছে, লতা মঙ্গেশকর, রাজ কাপুর, নার্গিস এবং আরও অনেক নামীদামী তারকাদের। রাজ কাপুরের ছবি ‘আওয়ারা’র প্রিমিয়রে চাঁদের হাট বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন একাধিক নামী তারকা। সেখানেই আলো করে রয়েছেন লতা মঙ্গেশকর। ছবি পোস্ট করে করিশ্মা কপূর লেখেন, ‘দাদুর ‘আওয়ারা’ ছবির প্রিমিয়রে এক ফ্রেমে কত কিংবদন্তি একসঙ্গে। কোকিলকণ্ঠী শান্তিতে থেকে আমাদের গৌরবান্বিত করুন।’

   

karisma

গত ৮ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯২ বছরের লতা। সঙ্গে নিউমোনিয়া সংক্রমণ এবং অন্যান্য বার্ধক্যজনিত জটিলতার কারণে শিল্পীকে রাখা হয়েছিল আইসিইউয়ে। তিন সপ্তাহের লড়াই শেষে সেখানেই রবিবার প্রয়াত হন ‘জীবন্ত সরস্বতী’। এরপরও নেটদুনিয়ায় কেউ ছবি পোস্ট করে, কেউ দু-লাইন গান গেয়ে, নিজ নিজ ভঙ্গিমায় কোকিলকন্ঠীকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular