Kanchan Mallick: ভালোবেসে কতটা খুশি খুঁজে পেলেন কাঞ্চন! বৌ ভাতের ঝলকেই উত্তর লুকিয়ে

Kanchan Mallick: ‘সব ঠিকই আছে। চাপ নেই। চাপ তো লোকেদের। কেন না, লোকেরা একটা প্রবাদকে সত্যি প্রমাণ করে দিল। আগে তো ভাবতাম, প্রবাদ প্রবাদই হয়।…

Kanchan Mallick

Kanchan Mallick: ‘সব ঠিকই আছে। চাপ নেই। চাপ তো লোকেদের। কেন না, লোকেরা একটা প্রবাদকে সত্যি প্রমাণ করে দিল। আগে তো ভাবতাম, প্রবাদ প্রবাদই হয়। কিন্তু এখন দেখছি প্রবাদের সত্য়তা আছে, ‘যাঁর বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই’। বিয়ের পরের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমনটাই বললেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)।

কৌতুক অভিনেতার দাবি, ‘শ্রীময়ী আর আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের কত ক্রিয়েটিভিটি বেরিয়ে এসেছে। আমি তো জানতামই না আমাদের রাজ্যের মানুষের মধ্যে এত শিল্প লুকিয়ে আছে। তাঁরা কী সুন্দর মিম তৈরি করেন, ট্রোল করেন। কত সমস ব্য়য় করেছেন তাঁরা আমার জন্য। ভাবুন, একজন মানুষকে গালাগাল করতেও কত সময় ব্যয় করেন তাঁরা। কিন্তু এই মানুষগুলো যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে পারতেন, দারুণ হত।’

   

শ্রীময়ীকে পেয়ে কতটা খুশি কাঞ্চন। উত্তরে বললেন একঝাঁক কথা। বললেন, ‘ও খুবই ভাল আছে। আমিও ওকে পেয়ে খুবই ভাল আছি। আমি একটা কথাই বলতে চাই, বর্তমান নিয়ে বাঁচুন সকলে। মায়ের মৃত্যুর পর দিন যখন শুটিং করতে গিয়েছিলাম, আমার পাশে কিন্তু কেউ ছিলেন না। আমাদের কিন্তু সে দিন মনে শোক নিয়ে লোককে হাসাতে হয়েছিল। বাবার মৃত্যুর সময়ও আমার পাশে কেউ ছিলেন না। বুকে পাথর চাপা দিয়ে কাজ করেছি।’

প্রসঙ্গত, গত কালই রিসেপশন হয়ে গিয়েছে কাঞ্চন শ্রীময়ীর। শেরওয়ানি ও লেহেঙ্গা চোলির মিলনে দুজনের জীবনের প্রথম রাত টা শুরু হয়েছে। মিমি, শ্রাবন্তী প্রত্যেকেই এসে ঘুরে গিয়েছেন। মিমি তো কাঞ্চনের কানে গোলাপ ফুল গুঁজে অভিনন্দন জানিয়েছেন। দেখুন সেই সমস্ত ঝলক।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)