কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিগুলির মধ্যে অন্যতম কাবুলিওয়ালা (Kabuliwala) । যা দশকের পর দশক ধরে সাধারণ মানুষের নজর কেড়েছে একাধিকবার। গল্প নিয়ে সিনেমাও হয়েছে, আর পরিচালক তপন সিংহ পরিচালিত সেই কাবুলিওয়ালা ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ রহমত খানের ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তী ছবি বিশ্বাস।
শুধু বাংলা নয়, রবি ঠাকুরের গল্প অবলম্বনে হিন্দি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। কিন্তু বাঙালি যতবারই ছবি বিশ্বাসকে কাবুলিওয়ালা রূপে দেখেছে তাঁর প্রেমে না পড়ে থাকতে পারেনি। অনেকেই বলেছেন রবি ঠাকুর আর ছবি বিশ্বাস যেনো একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়েছেন এই কাবুলিওয়ালাতেই। আফগানিস্তানের মানুষ ছিলেন রহমত খান, এ দেশে পা দিয়েছিলেন কাজু কিশমিশ বিক্রির জন্য। ঠিক সেই সময় আলাপ হয় মিনির সাথে। বছরও পাঁচেকের ছোট্ট এক খুদে মেয়ে।
আর তাদের মিষ্টি মধুর সম্পর্ক নিয়েই গড়ে উঠেছিল কাহিনী। তবে এবার প্রায় ৬০ বছর পরে আবারও বাংলা চলচ্চিত্র জগতে ফিরতে চলেছে কাবুলিওয়ালা। আর রহমত খানের ভূমিকায় কাকে দেখা যাবে জানেন! তিনি হলেন আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, অনেকদিন ধরেই এসভিএফ তাঁর সাথে জুটি বাঁধতে চাইছিল।
আর তারই সুযোগ এলো কাবুলিওয়ালার মাধ্যমে। পরিচালক সুমন ঘোষ পরিচালনা করছেন কাবুলিওয়ালা। সম্প্রতি সেই নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। শুধু তাই নয়, ছবির কিছু অংশ ক্যামেরা বন্দি হতে পারে আফগানিস্তানেও। সেই সাথে থাকছে কলকাতা আর লাদাখের দৃশ্য। তবে কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।