টানটান উত্তেজনায় মোড়া ট্রেলার। আর সেই ট্রেলারের মোড়কে রয়েছে একটা সময়ের দলিল। অস্থির সময়, রাজনৈতিক প্রেক্ষাপট, গোলা-গুলি, রক্ত, সম্পর্কের টানাপোড়েন, রহস্য আর একটা অন্তর্ধানের গল্প। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan) ছবির ট্রেলার।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়,অম্বরীশ ভট্টাচার্য, কৌশিক সেন, পূরব শীল আচার্য ও অন্যান্যরা।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আগেই কৌশিক গাঙ্গুলী বলেছিলেন এই ছবিতে চূর্ণীকে দেখা যাবে এক্কেবারে অন্যরকম চরিত্রে। আর সত্যিই ট্রেলারে নজর কাড়ল চূর্ণীর অভিনয়। সঙ্গে ছক ভাঙা চরিত্রে কৌশিকও। রহস্য উদঘাটন করবেন তিনি, তাঁর চরিত্রই এত রহস্যময়! একজন শিল্পীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে তিনি কী শুধুই শিল্পী নাকি তাঁর কোনও অন্য পরিচয় রয়েছে সেই উত্তর দেবে গল্প। ট্রেলারে নজর কেড়েছেন অম্বরীশও।
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে চূর্ণী গাঙ্গুলী বলেন, ” কোভিডের আগে শ্যুটিং হয়েছিল, কিন্তু লকডাউনে মনে হয়েছিল ছবিটা দর্শকদের সামনে আসবে তো? ভয় পেয়েছিলাম আমরা, তবে ছবিটির মধ্যে রয়েছে অসংখ্য টুইস্ট আসা করছি দর্শকরা নিরাশ হবেন না”।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “কৌশিকের সাথে এবার হ্যাট্রিক হল, বরাবরই আমাদের জুটি পছন্দ করেছেন দর্শক। আমার চরিত্রটা কৌশিক একদম অন্যভাবে সাজিয়েছে। চরিত্রের জন্য প্রস্তুত হতে আট মাস সময় চেয়ে নিয়েছিলাম ওর থেকে।”
১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। টালমাটাল পরিস্থিতিতে এক রোমান্টিক থ্রিলারের গল্প বলতে ২০ জানুয়ারি আসছে “কাবেরী অন্তর্ধান”।