করোনায় আক্রান্ত জয়া বচ্চন! লোকশানে করণ জোহর

মুম্বই:  কোভিডে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (jaya bachchan)। তাতেই বন্ধ হল পরিচালক-প্রযোজক করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং। এই ছবিতে…

jaya bachchan

মুম্বই:  কোভিডে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (jaya bachchan)। তাতেই বন্ধ হল পরিচালক-প্রযোজক করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং। এই ছবিতে শাবানা আজমি এবং জয়া বচ্চন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন এই সিনেমায়। দুই নায়িকার করোনা সংক্রমণ ঘটার পরে বাকি অভিনেতা ও অন্যান্য সদস্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর। এই ছবিতে জয়া বচ্চন ও শাবানা আজমি ছাড়াও আলিয়া ভট্ট এবং রণবীর কাপুর এবং ধর্মেন্দ্র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

Advertisements

রকি অউর রানি কি প্রেম কাহানির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২ ফেব্রুয়ারি থেকে। ১৪ ফেব্রুয়ারি শ্যুটিং শেষও হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু পয়লা ফেব্রুয়ারিই করোনায় আক্রান্ত হন শাবানা আজমি:
নিজের ইনস্টাগ্রামে বর্ষীয়ান এই অভিনেত্রী জানিয়েছিলেন কোভিড-১৯ পজিটিভ তিনি এবং নিজের ঘরেই আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) এক আধিকারিক মিসেস বচ্চনের পজেটিভে সংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘গত পাঁচ দিন ধরে করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চনের স্ত্রী। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।’