কমছে দৈনিক সংক্রমণ ও পজিটিভিটির হার, স্বাস্থ্যমন্ত্রকের দাবি

প্রতিবেদন: কয়েক দিন ধরে দেশে করোনার (Covid 19) সংক্রমণ ক্রমশই কমে আসছে। এই মুহূর্তে দেশে করোনার তৃতীয় ঢেউ শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয়…

IHU: El Corona's new strain in front amidst Omicron panic

প্রতিবেদন: কয়েক দিন ধরে দেশে করোনার (Covid 19) সংক্রমণ ক্রমশই কমে আসছে। এই মুহূর্তে দেশে করোনার তৃতীয় ঢেউ শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের সেই দাবি যে অতিরঞ্জিত নয় তার প্রমাণও মিলেছে গত কয়েকদিনের দৈনিক আক্রান্তের সংখ্যায়। গত কয়েকদিন ধরে নিয়মিত কমছে দৈনিক সংক্রমণ। শুক্রবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এল দেড় লাখের নিচে। যা বৃহস্পতিবারের থেকেও ১৩ শতাংশ কম। কমেছে করোনা পজিটিভিটির হার। তবে উদ্বেগ রেখেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। করোনা পজিটিভিটির হার কমে হয়েছে ৯.২৭ শতাংশ।গত কয়েকদিনের মতো শুক্রবারও করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।

বুলেটিন থেকে জানা গিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। বৃহস্পতিবারের থেকে এই সংখ্যাটা প্রায় এক লাখ কম। তবে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা এখনও যথেষ্ট উদ্বেগের পর্যায়ে রয়েছে। কারণ গত ২৪ ঘণ্টায় দেশে ১০৭২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। গত কয়েকদিন ধরেই মৃতের সংখ্যা রয়েছে হাজারের উপরে।

শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। শুক্রবার সকাল পর্যন্ত দেশে ১৬৮.৪৭ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এখনও পর্যন্ত দেশের ৯৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত পক্ষে টিকার একটি ডোজ পেয়েছেন। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬ জনের।