‘বিয়ের আগে শারীরিক ঘনিষ্ঠতা না থাকলে সম্পর্ক টিকবে না’, নাতনিকে পরামর্শ জয়া বচ্চনের!!

বচ্চন পরিবার সর্বদাই লাইম লাইটে থাকে। আর এবার জোরদার চর্চা শুরু হল অমিতাভ ঘরনী অর্থাৎ জয়া বচ্চনকে (Jaya Bachchan ) ঘিরে। নাতনির পডকাস্টে একবারে অন্য…

Jaya Bachchan Navya Naveli Nanda

বচ্চন পরিবার সর্বদাই লাইম লাইটে থাকে। আর এবার জোরদার চর্চা শুরু হল অমিতাভ ঘরনী অর্থাৎ জয়া বচ্চনকে (Jaya Bachchan ) ঘিরে। নাতনির পডকাস্টে একবারে অন্য মেজাজে ধরা দিলেন জয়া বচ্চন!

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এ যুগের প্রেম শীর্ষক আলোচনায় জয়া যা বললেন তাতে ‘থ’ হয়ে যায় নাতনি নব্যা। অমিতাভ ঘরণী তাঁর মতামতে জানান, সম্পর্কে শারীরিক ভাবে দূরে থাকা, যার পোশাকি নাম ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’। সেই সব সম্পর্কে নিজের মত প্রকাশ করলেন জয়া বচ্চন। দিলেন সম্পর্ক মজবুত রাখার টোটকা। পাশপাশি বিয়ের আগে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে ভারতীয় সমাজে যে ট্যাবু রয়েছে, সেই চলতি ধ্যান ধারণা সঙ্গে তিনি সহমত নন। বরং ঠিক তাঁর উল্টোটাই। তিনি জানান, একটা সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা গুরুত্ব ঠিক কোথায়! দূরত্ব মিটিয়ে পরস্পরের পরশটাও যে অনেককিছু, সেটা স্পষ্ট করেই জানালেন মিসেস বচ্চন।

নব্যার পডকাস্টের নাম ‘হোয়াট দ্য হেল নব্যা’। সেখানে নাতনির সামনে এসে বসেছিলেন দিদা জয়া। কিন্তু দু’জনের কথোপকথন শুনে কে বলবে, দিদিমা-নাতনির মধ্যে কথা চলছে! মনে হবে এক বান্ধবী কথা বলছে অন্য বান্ধবীর সঙ্গে। আধুনিক সমাজে সম্পর্কের সংজ্ঞা বদলেছে। কারণ, সময় বদলেছে। এই প্রজন্মের যুগলদের পক্ষ নিয়ে বছর ৭৪-এর অভিনেত্রী বলেন, ‘‘এই প্রজন্মের ছেলে মেয়েদের তাঁদের শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কুন্ঠা বোধ করার কোনও অবকাশ থাকা উচিত নয়। সম্পর্কে পরস্পরের প্রতি ঘনিষ্ঠ থাকাটাই স্বাভাবিক, ঘনিষ্ঠতা থাকলে তবে পোক্ত হয় সম্পর্ক। অনেক অল্পবয়সি মেয়ে রয়েছেন যাঁরা প্রাণ খুলে কথা বলতে সঙ্কোচ বোধ করেন। কারণ সমাজ জোর করে অনেকগুলো ধারণা চাপিয়ে রেখেছে।’’জয়া বলেন, ‘‘এই যুগে দাঁড়িয়ে শারীরিক ঘনিষ্ঠতা প্রয়োজন। যদিও আমাদের সময় এই সুযোগ ছিল না।’’ জয়ার সাফ কথা, ‘‘সম্পর্কে ঘনিষ্ঠতা প্রয়োজন নয়ত সম্পর্ক টেকে না। একটা সম্পর্কে ভালবাসা এবং বোঝাপড়াটাই শেষ কথা নয়।’’
একদম খোলাখুলি কথাবার্তায় নাতনির শো’য়ে বাজিমাত করলেন জয়া বচ্চন।