Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করবেন না আমির কন্যা!

Ira Khan Wedding

Ira Khan Wedding: শ্বশুরবাড়ির নিয়মে বিয়ে করতে চাইছেন না আমির কন্যা ইরা খান। আজ অর্থাৎ ৩রা জানুয়ারি পুরোনো প্রেমিক নূপুর শিখরেকে বিয়ে করতে চলেছেন তিনি।এক সাক্ষাৎকারে আমির খানের বোন নিখাত জানিয়েছেন, যে হবু দম্পতি নুপুরের শিখরের বাড়ির মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন না। বরং ইরা ও নূপুরের বিয়ে হবে নিবন্ধিত নিয়মে। বেনারস, লখনউ এবং দিল্লি থেকে আসা উভয়ের পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হবে সবটা (Ira Khan Wedding)।

এর পাশাপাশি নিখাত জানিয়েছেন যে তাঁরা সবাই নূপুরের বাড়িতে মেহেন্দি নিয়ে গিয়েছিলেন বিয়ের আগের দিন। ওইদিন মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনে সবটা করেছেন। মেহেন্দি অনুষ্ঠানে সব মহিলাই নওভারি শাড়িও পরেছিলেন। এর পাশাপাশি নিখাত সংগীত অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন যে সঙ্গীতের জন্য সবাই ঢোলের তালে গান গাওয়ার অনুশীলন করছেন। এর জন্য আমির খান ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করে ফেলেছেন।

   

জানা গিয়েছে, আজ ইরা খানের বিয়ের অনুষ্ঠানে খান পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধব উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এই দম্পতির বিয়েতে আমন্ত্রিতদের জন্য একটা বিশেষ শর্ত থাকবে, যা পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়েতেও ছিল। এই শর্ত হল নো-উপহার নীতি। অর্থাৎ, অতিথিরা আমির কন্যার বিয়েতে যোগ দেবেন, তবে উপহার ছাড়াই। ইরা ও নূপুরের এই নীতির পেছনে রয়েছে সুন্দর একটি উদ্যোগ। ইরা বলেছেন উপহারের পরিবর্তে অতিথিরা তাঁর এনজিওতে দান করতে পারেন। এছাড়াও অতিথিরা যদি উপহারের মাধ্যমে আশীর্বাদ করে যান। তাহলে বেশি ভালো হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন